হায়দরাবাদ, 3 মে:আজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে (World Press Freedom Day)৷ প্রতি বছর 3 মে বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় ৷ সংবাদমাধ্যমের স্বাধীনতায় আঘাত এলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজ শপথ নেওয়ার দিন (Stop spying on journalists)৷ পেশার টানে কর্মরত যে সাংবাদিকরা তাঁদের জীবন বলিদান দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন (significance of press freedom day)৷
2022 সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে-র থিম 'ডিজিটাল অবরোধের মুখে সাংবাদিকতা'৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, সাংবাদিকদের উপর নজরদারি ও ডিজিটাল হামলায় বিপদের মুখে সাংবাদিকতা ৷ তার উপরই জোর দেওয়া হয়েছে এ বারের থিমে ৷ রাষ্ট্রসংঘও এ বিষয়ে বলেছে যে, নজরদারির কারণে সাংবাদিকরা ও হুইসল-ব্লোয়াররা যে তথ্য সংগ্রহ করেন, তা প্রকাশ্যে এসে যায় ৷ এর ফলে সাংবাদিকদের সুরক্ষায় আঘাত আসতে পারে ৷
সাংবাদিকদের উপর নজরদারির বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ের ডাক আইএফজে-র
বিশ্বজুড়ে উন্নত প্রযুক্তির স্পাইওয়্যারের মাধ্যমে সাংবাদিক ও সংবাদমাধ্যমের কর্মীদের উপর গুপ্তচরবৃত্তির ঘটনা সাম্প্রতিক বছরগুলিতে ক্রমে বাড়ছে (IFJ on press freedom)৷ বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্টস (International Federation of Journalists) ও তাঁর সহকারী সব সংস্থা বিশ্বব্যাপী সব সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে যে, তারা যেন সাংবাদিকদের উপর নজরদারি বন্ধ করতে কড়া নির্দেশিকা আনে ৷
ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে ভারতের অবস্থান
2021 সালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে 180টি দেশের মধ্যে 142 নম্বরে রয়েছে ভারত (press freedom in India)৷ সাংবাদিকতার জন্য যে দেশগুলিকে 'খারাপ'-এর তালিকায় ফেলা হয়, তার মধ্যে রয়েছে আমাদের দেশ ৷ ব্রাজিল, রাশিয়া ও মেক্সিকোর মতো দেশগুলিও এই তালিকায় রয়েছে ৷ 180 দেশের তালিকায় সবার উপরে রয়েছে নরওয়ে ৷ তারপরে আছে ফিনল্যান্ড, সুইডেন ও ডেনমার্কের নাম ৷ দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে নেপাল 106, শ্রীলঙ্কা 127 ও মায়ানমার 140 নম্বরে রয়েছে ৷ অর্থাৎ এই তিন প্রতিবেশী দেশের ব়্যাঙ্কিং ভারতের থেকে ভালো ৷ পাকিস্তান রয়েছে 142 ও বাংলাদেশ রয়েছে 152 নম্বরে ৷