নয়াদিল্লি, 15 নভেম্বর: রাষ্ট্রসংঘের অনুমান অনুসারে, আজ মঙ্গলবার বিশ্বের জনসংখ্যা আটশো কোটির মাত্রা ছুঁয়ে ফেলেছে ৷ এটিকে মানুষের উন্নয়নে মাইলফলক বলে মনে করা হচ্ছে (World Population to Hit 8 Billion) ।
রাষ্ট্রসংঘ জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিকে প্রশংসা করেছে । কারণ, মৃত্যুর মাত্রা ক্রমশ হ্রাস পাচ্ছে এবং আয়ু বৃদ্ধির বিষয়টি অব্যাহত রয়েছে । 2019 সালের হিসাবে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু 72.8 বছর, 1990 সাল থেকে যা প্রায় 9 বছর বৃদ্ধি পেয়েছে ৷ অনুমান করা হচ্ছে, 2050 সালের মধ্যে গড় আয়ু 77.2 বছর হতে পারে ৷