পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

World Population: উন্নয়নের মাইলফলক ! আটশো কোটি ছুঁল বিশ্বের জনসংখ্যা - World Population

আজ মঙ্গলবার বিশ্বের জনসংখ্যা 8 বিলিয়নে (800 কোটি) পৌঁছল ৷ মনে করা হচ্ছে, 2050 সালের মধ্যে মানুষের গড় আয়ু 77.2 বছর হতে পারে (World Population to Hit 8 Billion) ৷

World Population
বিশ্বের জনসংখ্যা আজ 8 বিলিয়নে পৌঁছল

By

Published : Nov 15, 2022, 9:47 AM IST

নয়াদিল্লি, 15 নভেম্বর: রাষ্ট্রসংঘের অনুমান অনুসারে, আজ মঙ্গলবার বিশ্বের জনসংখ্যা আটশো কোটির মাত্রা ছুঁয়ে ফেলেছে ৷ এটিকে মানুষের উন্নয়নে মাইলফলক বলে মনে করা হচ্ছে (World Population to Hit 8 Billion) ।

রাষ্ট্রসংঘ জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিকে প্রশংসা করেছে । কারণ, মৃত্যুর মাত্রা ক্রমশ হ্রাস পাচ্ছে এবং আয়ু বৃদ্ধির বিষয়টি অব্যাহত রয়েছে । 2019 সালের হিসাবে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু 72.8 বছর, 1990 সাল থেকে যা প্রায় 9 বছর বৃদ্ধি পেয়েছে ৷ অনুমান করা হচ্ছে, 2050 সালের মধ্যে গড় আয়ু 77.2 বছর হতে পারে ৷

2050 সালের মধ্যে যেসব দেশের জনসংখ্যা অর্ধেকেরও বেশি বৃদ্ধি পাবে তা হল, কঙ্গো, ইজিপ্ট, ইথিয়োপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপিন্স ও তানজানিয়া প্রজাতন্ত্র ৷ আফ্রিকার দেশগুলি 2050 সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধিতে অর্ধেকেরও বেশি অবদান রাখবে ৷ 2023 এর মধ্যে জনসংখ্যায় চিনকেও ছাপিয়ে যাবে ভারত ৷

আরও পড়ুন:মঙ্গলবার বিশ্বের জনসংখ্যা 8 বিলিয়নে পৌঁছবে ?

যদিও ওয়ার্ল্ড পপুলেশন প্রসপ্রেক্টস 2022 বলছে, সাম্প্রতিককালে অনেক দেশে জন্মের হার উল্লেখযোগ্যভাবে কমেছে ৷

ABOUT THE AUTHOR

...view details