কুলু, 19 জুলাই:বিশ্বের সবচেয়ে উঁচুতে জিমন্যাশিয়াম, তাও ভারতে ৷ খুব তাড়াতাড়ি সাধারণ মানুষ হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালির এই জিমন্যাশিয়ামে যেতে পারবেন ৷ স্পিতির 12 হাজার ফুট উচ্চতায় কাজা স্পোর্টস কমপ্লেক্সে ( Kaza Sports Complex) নবনির্মিত এই জিমন্যাশিয়ামটি নাকি দুনিয়ার সবচেয়ে উঁচুতে, তেমনটাই দাবি করছে হিমাচল প্রদেশ সরকার ৷ এমনকী তারা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-কেও আমন্ত্রণ জানানোর ভাবনাচিন্তা করছে (World highest gymnasium located at 12,000 feet is in the Spiti valley of Himachal Pradesh) ৷
হিমাচলের উৎসাহী তরুণ প্রজন্মের জন্য 10 লক্ষ টাকার আধুনিক, উন্নত মানের সরঞ্জাম আছে এই জিমন্যাশিয়ামে ৷ রাজ্যের শিক্ষা ও প্রযুক্তি মন্ত্রী রামলাল মারকান্ডা এর উদ্বোধন করবেন ৷ তারপরই সাধারণ মানুষ এখানে এসে শারীরিক কসরত করতে পারবেন ৷