পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রকৃতির রোষে উত্তরাখণ্ড: ভারতের পাশে বিশ্ব - উত্তরাখণ্ড

উত্তরাখণ্ডের হিমবাহ ধসে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে টুইট করেছেন বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা । শোকপ্রকাশ করে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে সকলেই ।

উত্তরাখণ্ডে হিমবাহ ধস : ভারতের পাশে বিশ্বের রাষ্ট্রনেতারা
উত্তরাখণ্ডে হিমবাহ ধস : ভারতের পাশে বিশ্বের রাষ্ট্রনেতারা

By

Published : Feb 8, 2021, 8:33 AM IST

দিল্লি, 8 ফেব্রুয়ারি : ভয়াবহ হিমবাহ ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড । আর তা নিয়ে গতকাল থেকেই সহমর্মিতা দেখাচ্ছেন বিশ্বের বেশকিছু রাষ্ট্রনেতারা । সকলেই উত্তরাখণ্ডের অসহায়দের পাশে থাকার বার্তা দিয়েছেন টুইট করে ।

প্রাকৃতিক বিপর্যয়ের পরে ভারতকে যে কোনও রকম সাহায্য করতে প্রস্তুত রয়েছে ব্রিটেন ৷ জানিয়ে দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন । তিনি টুইটে লেখেন, "উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ফলে বন্যা বিধ্বস্ত এলাকায় অসহায় ও উদ্ধারকর্মীদের পাশে আছি । ব্রিটেন ভারতের পাশে আছে । যে কোনও সাহায্যের জন্য ব্রিটেন প্রস্তুত ।"

উত্তরাখণ্ডে ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রকের প্রতিনিধি জ়াহিদ হাফিজ় চৌধুরি । তাঁর টুইট বার্তা, "উত্তরাখণ্ডে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অনেক অমূল্য প্রাণ হারিয়েছে । অত্যন্ত দুখজনক ঘটনা । ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি । আমরা প্রার্থনা করছি, নিখোঁজদের সুরক্ষা ও উদ্ধার কাজ যেন সফল হয় ।"

মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও টুইট করা হয় । তাতে লেখা রয়েছে, "আমরা ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি । নিখোঁজদের সুরক্ষা ও দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি ।"

ফ্রান্সের রাষ্ট্রপতি এম্যানুয়েল ম্যাক্রোঁ এবং জাপানের রাষ্ট্রদূত সাতোশি উত্তরাখণ্ডের ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন । ম্যাক্রোঁ টুইট বার্তায় জানিয়েছেন, "উত্তরাখণ্ডের হিমবাহ ধসে ভয়াবহ পরিস্থিতিতে 100 জনেরও বেশি নিখোঁজ হয়েছেন। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি ।"

নেপালের বিদেশ মন্ত্রকের তরফে টুইট করা হয়েছে, "ভয়াবহ ধসে বহু মানুষের মৃত্যু হয়েছে, নিখোঁজও হয়েছে অনেকে । সংবাদটি অত্যন্ত হৃদয়বিদারক । আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি । নিখোঁজদের দ্রুত উদ্ধারের জন্য প্রার্থনা করছি ।"

এদিকে, যুদ্ধকালীন তৎপরতার উদ্ধারকার্য চলছে উত্তরাখণ্ডে । এখনও পর্যন্ত 10টি জনের দেহ উদ্ধার হয়েছে । কমপক্ষে 170 জন নিখোঁজ । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details