ওয়াশিংটন, 30 সেপ্টেম্বর: মার্কিন সময়ানুযায়ী শুক্রবার থেকে ওয়াশিংটনের ন্যাশনাল মলে শুরু হয়েছে তিনদিন ব্যাপী চতুর্থ বিশ্ব সংস্কৃতি উৎসবের আসর ৷ এই অনুষ্ঠানে যোগ দেন হাজার হাজার দর্শক ৷ শুক্রবার এই অনুষ্ঠানে ভাষণ দেন ভারতের প্রখ্যাত আধ্যাত্মিক গুরু তথা আর্ট অফ লিভিং-এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর, যিনি 'গুরুদেব' নামেও পরিচিত ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, রাষ্ট্রসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুন-সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতারা ৷ এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পীরা নিজ নিজ দেশের সংস্কৃতি ফুটিয়ে তোলেন ৷ শনিবার এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে এখানে একটি যোগ ও মেডিটেশন সেশন করান শ্রী শ্রী রবিশঙ্কর ৷ বিশ্বের নানা প্রান্তের প্রতিভাবান শিল্পীরা এই অনুষ্ঠানে তাঁদের শিল্পকলা তুলে ধরেন ৷
তাঁর ভাষণে শ্রী শ্রী রবিশঙ্কর মানসিক স্বাস্থ্যের উপর জোর দেন ৷ বিশ্বে দিনদিন বেড়ে চলেছে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "বর্তমানে মানসিক স্বাস্থ্য একটি বড় সমস্যা ৷ একদিকে সমাজে রয়েছে হিংসা ও উগ্রতা, তেমনই অন্যদিকে রয়েছে মানসিক হতাশা ও আত্মহত্যার প্রবণতা ৷ এই অনুষ্ঠান আমাদের এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে ৷" শ্রী শ্রী রবিশঙ্কর আরও জানান, তিনি স্বপ্ন দেখেন, প্রত্যেকে স্বপ্ন দেখেন ৷ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই স্বপ্নই মানসিক উদ্বেগের কারণ হয় ৷ তাঁর মতে, এরকম পরিস্থিতিতে উচিত শান্তিতে নিজেকে খুঁজে বের করা ও নিজেতে ফিরে যাওয়া ৷ গোটা বিশ্বকে নিজের পরিবার ভাবলে আমাদের মধ্যে যে ভালো গুণগুলি রয়েছে তা প্রকাশ পায় বলেও তিনি মনে করেন ৷ দুঃখ মুছে সমাজে আরও খুশি ছড়িয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি ৷