শ্রীনগর, 14 অক্টোবর: ইজরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা যুদ্ধ নিয়ে ইজরায়েলের বিরুদ্ধে সরব হলেন কাশ্মীরের মৌলভী মিরওয়াইজ মহম্মদ উমর ফারুক ৷ শনিবার তিনি জানান যে ইজরায়েল যেভাবে ফিলিস্তিনি জনগণের উপর হিংসা ও নিপীড়ন চালাচ্ছে, তা সমগ্র বিশ্ব মুসলিম বিশ্বকে দুঃখিত ও হতবাক করেছে ।
সর্বদলীয় হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান ও মুত্তাহিদা মজলিস ওলামা প্রধান মিরওয়াইজ বিশ্ব সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালন করতে এবং সমস্যাটির একটি ন্যায্য সমাধান খুঁজে বের করতে বলেছেন ৷ তাঁর কথায়, উভয় পক্ষের মানুষ যেন শান্তিতে ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে ।
মিরওয়াইজ একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে সংবাদমাধ্যমকে বলেন, "মুসলিম বিশ্বের পাশাপাশি, জম্মু ও কাশ্মীরের মানুষও এতে ব্যথিত । ফিলিস্তিনে যা ঘটছে তাতে, যাঁদের হৃদয়ে কিছু আবেগ আছে তাঁরা দুঃখিত । শিশু, মহিলা, বয়স্ক ও নিরস্ত্রদের উপর বোমা ফেলার সময় যেভাবে নীরবতা পালন করা হচ্ছে এবং যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, আমরা অনুভব করি যে বিশ্ব সম্প্রদায়ের দায়িত্ব পালনের সময় এসেছে যে একতরফাভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না । ফিলিস্তিন ইস্যুটি একটি জটিল সমস্যা । আমরা সবসময় অনুভব করেছি যে এই ইস্যুটির একটি ন্যায্য সমাধান হওয়া উচিত ৷”
ওয়েস্ট ব্যাংক ও গাজা উপত্যকায় ইজরায়েলি হামলার কারণে কমপক্ষে 2,269 ফিলিস্তিনি নিহত হয়েছে ৷ আহত হয়েছেন 9,814 জন ৷ প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক শনিবার জানিয়েছে, হামাসের নজিরবিহীন হামলার এক সপ্তাহ পরে ইজরায়েলে 1200 জনেরও বেশি নিহত হয়েছেন ।
মিরওয়াইজের বক্তব্য, "এটা স্পষ্ট যে তাঁদের নিজেদের ভূমি ও তাঁদের দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে । এর চেয়ে নিপীড়ন আর কিছু হতে পারে না । সারা কাশ্মীরি সমাজ সকাল-সন্ধ্যা মিডিয়ার মাধ্যমে এই ঘটনা দেখে ব্যথিত । এই সমস্যার অবিলম্বে প্রতিকার প্রয়োজন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এর সমাধান করা ।’’ একই সঙ্গে তিনি ফিলিস্তিনের জনগণের অধিকার তাদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন ৷
তিনি বলেন, "বিশ্ব সম্প্রদায়ের এগিয়ে আসা উচিত ও সমস্যাটির একটি সমাধান খুঁজে বের করা উচিত । আমরা এটাও মনে করি যে ফিলিস্তিনের জনগণকে শান্তি ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার মৌলিক অধিকার দেওয়া উচিত, ইজরায়েলের জনগণেরও শান্তিতে বসবাস করা উচিত । কেউই একটি দেশ বা তার জনগণের বিরুদ্ধে নয় ৷ আমরা চাই বিশ্ব সম্প্রদায় তাদের (ফিলিস্তিন) প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা মানবিক ও নৈতিক ভিত্তিতে পূরণ হোক ।”
আরও পড়ুন:ইজরায়েলের নির্দেশের পর উত্তর গাজা থেকে সরে যাচ্ছেন প্যালেস্টাইনের বাসিন্দারা