নাগপুর, 10 ফেব্রুয়ারি: ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মাস ৷ সামনেই ভ্যালেন্টাইনস ডে (Valentines Day 2023)৷ কাছের মানুষের হাতে অনন্য কোনও উপহার তুলে দেওয়ার জন্য তৎপর প্রেমিক-প্রেমিকারা ৷ নাগপুরে এই সময়টাতেই স্বামীকে সবচেয়ে অমূল্য উপহার তুলে দিলেন এক মহিলা (Valentine Gifts Kidney)৷ তাঁরা স্বামী-স্ত্রী দুজনেই এইচআইভি আক্রান্ত ৷ এমন গুরুতর শারীরিক অবস্থায়, ভিন্ন রক্তের গ্রুপ হয়েও নিজের জীবনের ঝুঁকিকে পরোয়া না করে, স্বামীকে কিডনি দান (Kidney Transplant) করলেন ওই মহিলা ৷ বিশ্বের প্রথম এমন অস্ত্রোপচার হল ঔরঙ্গাবাদের হাসপাতালে (HIV living donor to HIV recipient)৷
বিশ্বে প্রথম এমন অস্ত্রোপচার: ভালোবাসার মাসে এমন বেনজির ভালোবাসার কথা জানিয়েছে মেডিকভার হাসপাতাল ৷ দুজনেরই রক্তের গ্রুপ ভিন্ন হওয়া সত্ত্বেও এবং উভয়েই এইচআইভি পজিটিভ হওয়া সত্ত্বেও কিডনি প্রতিস্থাপন সফল হয়েছে ৷ মেডিকভার হাসপাতালের কনসালটেন্ট ইন্টারভেনশনাল নেফ্রোলজিস্ট শচীন সোনি জানিয়েছেন, বিশ্বে এমন ঘটনা প্রথম ঘটল ।
3 বছর ধরে কিডনির সমস্যা: 48 বছরের রোগী বিড জেলার বাসিন্দা ৷ তিনি পেশায় একজন তুলা ব্যবসায়ী । 2008 সালে তাঁর এইচআইভি ধরা পড়ে । এরপর তাঁর অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি শুরু হয় । 2019 সালে উচ্চ রক্তচাপের কারণে তাঁর কিডনি খারাপ হয়ে যায় । 2020 সালে তিনি মেডিকভার হাসপাতালের (Aurangabad Hospital) ইন্টারভেনশনাল নেফ্রোলজিস্ট শচীন সোনির কাছে যান চিকিৎসার জন্য । গত 3 বছর ধরে ওই রোগী বাড়িতেই ডায়ালাইসিস নিচ্ছিলেন । তবে দিন দিন তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তিনি দুর্বল হতে শুরু করেন ।
কিডনি প্রতিস্থাপনের অনুমতি দেওয়া হয়: এরপর রোগীর পরিবারকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন ডাক্তার । রোগীর 45 বছর বয়সি স্ত্রীও এইচআইভি পজিটিভ । স্বামীর জীবন বাঁচাতে কিডনি দাতা হিসেবে এগিয়ে আসেন তিনি । তাঁর রক্তের গ্রুপ 'এ' পজিটিভ এবং তাঁর স্বামীর রক্তের গ্রুপ 'বি' পজিটিভ । এইচআইভি পজিটিভ রোগীর প্রতিস্থাপনের নির্দেশিকা অনুসরণ করে 2022 সালের সেপ্টেম্বর মাসে সম্পূর্ণ স্বাস্থ্য স্ক্রীনিং করা হয় এই দম্পতির । দাতা এবং রোগী উভয়ের যোগ্যতা নিশ্চিত করার পর প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় । কিডনি প্রতিস্থাপনের অনুমতি দেয় ঔরঙ্গাবাদের জেলা কর্তৃপক্ষ ।