নয়াদিল্লি, 24 জুন :কোভিড মোকাবিলায় অন্ধ্রপ্রদেশ সরকারের ব্যবস্থাপনায় সম্পূর্ণ নিশ্চিত নয় সুপ্রিম কোর্ট ৷ আর এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় সম্মতি দেওয়া সম্ভব নয় ৷ বৃহস্পতিবার একথা স্পষ্ট করে দিল দেশের শীর্ষ আদালত ৷ পাশাপাশি, আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, এক্ষেত্রে কোভিডে আক্রান্ত হয়ে কারও মৃত্য়ু হলে মৃতের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা, প্রয়োজনে তা নিয়েও ভাবনা চিন্তা করা হবে ৷
কোভিড আবহের মধ্যেই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার ৷ যা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ প্রশ্ন উঠেছে পরীক্ষার্থীদের স্বাস্থ্যের সুরক্ষা নিয়েও ৷ বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি এ এম খানবিলকার এবং বিচারপতি দীনেশ মাহেশ্বরীর বিশেষ এজলাসে ৷
আরও পড়ুন :SNANA YATRA : প্রথা মেনেই পুরীতে পালিত হল জগন্নাথ দেবের পুণ্য স্নানযাত্রা
এদিন শুনানি চলাকালীনই অন্ধ্রপ্রদেশ সরকারের কোভিড প্রতিরোধী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন দুই বিচারপতি ৷ তাঁরা জানতে চান, দ্বাদশ শ্রেণির পরীক্ষাকে করোনার ছোঁয়াচ থেকে বাঁচাতে কী কী পদক্ষেপ করেছে রাজ্য সরকার ? অবিলম্বে তার যাবতীয় তথ্য আদালতে পেশ করার জন্য রাজ্য়ের আইনজীবী মেহফুজ় এ নাজ়কিকে নির্দেশ দেয় বেঞ্চ ৷