দিল্লি, 27 সেপ্টেম্বর : সুপ্রিম কোর্ট এবং অন্য আদালতগুলিতে 50 শতাংশ সংরক্ষণের দাবিতে সরব হওয়া উচিত মহিলাদের ৷ এটা কোনও দান নয়, অধিকারের বিষয় ৷ বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা ৷ একইসঙ্গে তিনি বলেন, সুপ্রিম কোর্ট ও অন্য আদালতগুলিতে এই লক্ষ্যে পৌঁছানোর এটাই সঠিক সময় ৷
গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতিদের সংবর্ধনা দেন মহিলা আইনজীবীরা ৷ সেখানেই বিচারব্যবস্থায় মহিলাদের সংরক্ষণ নিয়ে সওয়াল করেন প্রধান বিচারপতি ৷ বিচারব্যবস্থায় মহিলা প্রতিনিধিদের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, নিম্ন আদালতগুলিতে মহিলা প্রতিনিধি 30 শতাংশের কম ৷ হাইকোর্টগুলিতে তা বড়জোর 11 শতাংশ ৷ আর সুপ্রিম কোর্টের 33 জন বিচারপতির মধ্যে মহিলা বিচারপতি মাত্র 4 জন ৷
আবার, দেশের 17 লাখ আইনজীবীর মধ্যে মাত্র 15 শতাংশ মহিলা ৷ স্টেট বার কাউন্সিলসের নির্বাচিত প্রতিনিধি হিসেবে মহিলাদের উপস্থিতি মাত্র 2 শতাংশ ৷ অবিলম্বে এর পরিবর্তন হওয়া দরকার বলে প্রধান বিচারপতি মন্তব্য করেন ৷