পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্লাজ়মা চেয়ে সাহায্য় পোস্ট টুইটারে ; বদলে পেলেন ডেটিংয়ের প্রস্তাব - ডেটিং

প্লাজ়মা চেয়ে সাহায্য় পোস্ট করেছিলেন এক মহিলা ৷ বদলে পেলেন যৌনাঙ্গের ছবি ও ডেটিংয়ের প্রস্তাব ৷ ঘটনাটি মুম্বইয়ে ৷

twitter
টুইটার

By

Published : Apr 27, 2021, 3:03 PM IST

মুম্বই, 27 এপ্রিল : ন্য়াক্কারজনক ঘটনা মুম্বইয়ে ৷ সাহায্য় চেয়ে ফোন নম্বর দিয়েছিলেন এক মহিলা ৷ সাহায্য় পাওয়া তো দূরের কথা বরং তাঁর ফোনে আসতে থাকে অশ্লীল ছবি ও মেসেজ ৷

কী ঘটেছে

অভিযোগকারী ওই মহিলার নাম ঋধিমা শিভা (নাম পরিবর্তিত) ৷ তাঁর পরিবারের একজন সদস্য় করোনা আক্রান্ত হন ৷ এরপর তিনি সাহায্য় চেয়ে টুইটারে একটি পোস্ট করেন ৷ সেখানে ঋধিমা জানান, তাঁর পরিবারের একজন সদস্য় অসুস্থ হয়ে পড়েছেন ৷ যাঁর চিকিৎসার জন্য় প্রয়োজন প্লাজ়মা ৷ তাই এমন কারোর কাছ থেকে তিনি প্লাজ়মা প্রার্থনা করেন যিনি সদ্য় কোভিড থেকে সেরে উঠেছেন ৷ পাশাপাশি নিজের ফোন নম্বর শেয়ার করেন ৷ যাতে করে খুব সহজেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন কেউ ৷

আরও পড়ুন- একাধিক আধিকারিক করোনা আক্রান্ত, বন্ধ ইডির সমস্ত মামলার তদন্ত

আর তাতেই বিপত্তি ৷ বিভিন্ন অশ্লীল মেসেজ ঢুকতে থাকে তাঁর ফোনে ৷ একটি টুইট করে তিনি জানিয়েছেন, তাঁকে কেউ সাহায্য় করতে এগিয়ে আসেননি ৷ বরং অনেকে তাঁকে ফোন করে বয়স, পেশা,বিবাহিত কিনা এসব জানতে চাইছেন ৷ শুধু তাই নয় অনেকে তাঁর কাছে ছবিও চেয়ে পাঠিয়েছেন ৷

এখানেই শেষ নয় ৷ ঋধিমা জানিয়েছেন তাঁর টুইটে, তাঁকে ফোন করে এক ব্য়ক্তি প্লাজমা দিতে রাজি হলেও তিনি একটি শর্ত আরোপ করেন ৷ জানান, তাঁর সঙ্গে একবার ডেটিংয়ে যেতে হবে ৷ তবেই ওই ব্য়ক্তি প্লাজ়মা দান করবেন ৷

এর পাশাপাশি ওই মহিলা জানিয়েছেন, শুধু এটুকুই নয়, অনেকেই তাঁকে যৌনাঙ্গের ছবি পাঠাতে শুরু করেন ৷ এবং হোয়াটসঅ্য়াপে ভিডিয়ো কল করেন ৷ এবিষয়ে তিনি অভিযোগ করবেন বলে জানিয়েছেন ঋধিমা ৷

ABOUT THE AUTHOR

...view details