লখনউ (উত্তরপ্রদেশ), 13 অক্টোবর : করওয়া চৌথের (Karwa Chauth) ব্রত পালন করছেন উত্তরপ্রদেশের লখনউ জেলে (Lucknow Jail) থাকা 50 জন মহিলা বন্দি ৷ সেই কারণে বিবাহিত মহিলারা বৃহস্পতিবার উপবাস করছেন ৷ তাছাড়া পরে তাঁরা সমস্ত রীতিও পালন করবেন ৷ লখনউ জেল ছাড়া গোরক্ষপুর জেলের (Gorakhpur Jail) 12 জন বন্দিও এদিন করওয়া চৌথের ব্রত পালন করছেন ৷
জেলবন্দিদের এই ব্রত পালনের অনুমতি দিয়েছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার ৷ এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় উত্তরপ্রদেশের কারামন্ত্রী ধরমবীর প্রজাপতির তরফেও ৷ লখনউ জেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, 50 জনের মধ্যে 10 জন এমন বন্দি রয়েছেন, যাঁরা এই প্রথমবার করওয়া চৌথ-এর ব্রত পালন করছেন ৷