নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর :স্বাধীনতার পর এত বছর কেটে গিয়েছে ৷ তারপরও ভারতে বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের প্রতিনিধিত্ব সেভাবে বাড়েনি ৷ শনিবার এই নিয়ে আক্ষেপ করেছেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা ৷ তাঁর মতে, এতদিনে দেশের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের প্রতিনিধিত্ব 50 শতাংশ হয়ে যাওয়া উচিত ছিল ৷
আরও পড়ুন :Supreme Court : পুলিশের ডিজি নিয়োগে ইউপিএসসির ভূমিকার বিরোধিতা, রাজ্যকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
এনভি রামানার জন্য বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয় ৷ সেখানেই তিনি এই নিয়ে আক্ষেপ করেছেন ৷ পাশাপাশি নিজের হতাশাজনক অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন ৷ তিনি শুনিয়েছেন, তাঁর হাইকোর্ট জীবনের কথা ৷ যখন মহিলাদের জন্য কোনও শৌচালয় ছিল না ৷ শৌচালয়ে যেতে লম্বা লাইনে অপেক্ষা করতে হত মহিলাদের ৷
এছাড়া বিচারব্যবস্থার পরিকাঠামোহীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷ ব্রিটিশ আমলে তৈরি পরিকাঠামোর সঙ্গে অতিরিক্ত যে ভবনগুলি তৈরি হয়েছে, তা একেবারেই পর্যাপ্ত নয় বলে তিনি মত প্রকাশ করেছেন ৷ তিনি এই নিয়ে একটি রিপোর্ট তৈরি করছেন বলেও জানিয়েছেন প্রধান বিচারপতি ৷ তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তথ্য সংগ্রহ করে তৈরি ওই রিপোর্ট আগামী এক সপ্তাহের মধ্যেই আইনমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে ৷
আরও পড়ুন :Supreme Court : সবকিছুতেই সাম্প্রদায়িকতার সুর কেন, সংবাদমাধ্যমের একাংশকে তুলোধনা শীর্ষ আদালতের
সম্প্রতি সুপ্রিম কোর্টের কলেজিয়াম 9 জন বিচারপতিকে নিয়োগের সুপারিশ কেন্দ্রের কাছে পাঠিয়েছিল ৷ কেন্দ্র দ্রুত সেই সুপারিশ পাস করে দেওয়ায় এই নিয়ে সরকারকে ধন্যবাদ দিয়েছেন এনভি রামানা ৷ পাশাপাশি তাঁর আশা, হাইকোর্টের ক্ষেত্রেও একই গতি বজায় থাকলে 90 শতাংশ শূন্যপদ দ্রুত পূরণ হয়ে যাবে ৷