নয়াদিল্লি, 12 অগস্ট:সংসদে মহিলা সাংসদদের ধাক্কাধাক্কি (Women MPs manhandled) করেছেন মার্শালরা ৷ বিরোধীদের এই অভিযোগকে মিথ্যে প্রমাণ করতে এ বার সেই ঘটনার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) প্রকাশ করল কেন্দ্রীয় সরকার ৷ সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাজ্যসভায় (Rajya Sabha) মার্শালদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে বিরোধী দলের সাংসদদের ৷ দুই মহিলা সাংসদ এক মহিলা মার্শালের হাত ধরে তাঁকে টেনে সরিয়ে দিচ্ছেন, এই দৃশ্যও দেখা গিয়েছে সেই ভিডিয়োতে ৷
বুধবার বাদল অধিবেশনে রাজ্যসভায় বিরোধী দলের সাংসদ এমনকী মহিলা সাংসদদেরও ধাক্কাধাক্কি ও হেনস্থা করা হয়েছে ৷ যাঁরা সংসদের নিরাপত্তার দায়িত্বে নেই, এমন বহিরাগতদের এনে সাংসদদের হেনস্থা করা হয়েছে ৷ এই অভিযোগেই সরব হয়েছে কংগ্রেস-সহ 12টি বিরোধী দল ৷ সেই অভিযোগকে খারিজ করে দিয়ে ওই দিনের ঘটনার সিসিটিভি ফুটেজ জনসমক্ষে আনার আবেদন জানায় কেন্দ্র ৷ সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি (Pralhad Joshi) বলেন, "ওরা (বিরোধীরা) মিথ্যে কথা বলছে ৷ রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আবেদন করছি, সে দিনের সিসিটিভি ফুটেজ যেন জনসমক্ষে প্রকাশ করা হয় ৷ সব সীমা ছাড়িয়ে তারা কক্ষের মার্শালদেরও ধাক্কাধাক্কি করার চেষ্টা করেছে ৷"
এরপরই সংসদের তরফে সেই ভিডিয়ো প্রকাশ করা হয় ৷ তাতে দেখা গিয়েছে, কক্ষের ওয়েল ঘিরে রেখে বিরোধী সাংসদদের রাজ্যসভার চেয়ারম্যানের দিকে যাওয়ার প্রচেষ্টাকে আটকানোর চেষ্টা করছেন মার্শালরা ৷ সাংসদরা মার্শালদের সঙ্গে ধাক্কাধাক্কি করছেন ৷ দু‘জন মহিলা সাংসদকে এক মহিলা মার্শালের হাত ধরে টেনে সরিয়ে দিতে দেখা গিয়েছে ওই ভিডিয়োতে ৷ বিরোধীদের অভিযোগের জবাব দিতে এই ভিডিয়ো প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার ৷