পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Madhya Pradesh Drought : শুকোচ্ছে ধান, বৃষ্টি আনতে শিশুকন্যাদের নগ্ন করে ঘোরানো হল গ্রামে - Madhya Pradesh Drought

বৃষ্টির অভাবে শুকোচ্ছে ধান ৷ তাই স্থানীয় খের মাতার মন্দিরে পুজো করেন গ্রামের মহিলারা ৷ সেই পুজোর অঙ্গ হিসাবেই শিশুকন্যাদের নগ্ন করে গ্রামে ঘোরানো হল ৷ তাঁদের বিশ্বাস এতে সন্তুষ্ট হয়ে ইন্দ্রদেব বৃষ্টি দেবেন ৷ ঘটনার কথা সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বৃষ্টি আনতে শিশুকন্যাদের নগ্ন করে ঘোরানো হল গ্রামে
বানিয়া গ্রামের এই ঘটনায় তদন্ত শুরু করছে পুলিশ-প্রশাসন ৷

By

Published : Sep 7, 2021, 11:59 AM IST

Updated : Sep 7, 2021, 12:10 PM IST

জাবেরা (মধ্যপ্রদেশ), 7 সেপ্টেম্বর : গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল ৷ বৃষ্টির অভাবে ফসল শুকিয়ে যাচ্ছে ৷ তাই বৃষ্টি আনতে পুজো-অর্চনার ব্যবস্থা করলেন গ্রামবাসী ৷ তারই অঙ্গ হিসাবে গ্রামের কয়েকজন শিশুকন্যাকে নগ্ন করে গ্রামে ঘোরানো হয় ৷ তাঁদের বিশ্বাস এতে নাকি দেবতা সন্তুষ্ট হয়ে বৃষ্টি নামাবেন ৷ ঘটনাটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেট মাধ্যমে ৷ নড়েচড়ে বসেছে প্রশাসনও ৷ ঘটনার তদন্তও শুরু করা হয়েছে ৷

মধ্যপ্রদেশের দামোয়া জেলার জাবেরা ব্লকের গ্রাম বনিয়া ৷ এবছর বৃষ্টি না হওয়ায় শুকিয়ে গিয়েছে ফসল ৷ তাই গ্রামের মহিলারা পুজোপাঠের ব্যবস্থা করেছেন ৷ সেই পুজোরই অঙ্গ হিসাবে ছ'টি শিশুকন্যাকে নগ্ন করে গ্রামে ঘোরানো হল ৷ স্থানীয় খের মাতার মন্দিরে তাঁরা এই পুজো করছেন ৷ মন্দিরে গোবর চাপানোর রীতি আছে তাঁদের ৷ বিশ্বাস, পুজোয় তুষ্ট হয়ে ইন্দদেব বৃষ্টি দেবেন ৷ সেই বৃষ্টিতেই মন্দিরে চাপানো গোবর ধুয়ে পরিষ্কার হয়ে যাবে ৷

রমারানি বলেন, "বৃষ্টির জন্য আমরা এটা করছি ৷ আমাদের ধান শুকিয়ে যাচ্ছে ৷" তাঁদের দাবি, "যখনই আমাদের এলাকায় খরা পরিস্থিতির সৃষ্টি হয়, আমরা গ্রামের নারী ও পুরুষরা এই পুজো করি । তাহলে ভগবান ইন্দ্র বৃষ্টি দেবেন ৷ আমাদের মাঠঘাট জলে ভরে যাবে ৷ খের মাতার শরীরে গোবরও ভারী বৃষ্টিতে ভেসে যাবে ৷ তাঁর কৃপায় আমাদের ধানের ফলন ভাল হবে ৷"

বানিয়া গ্রামের এই ঘটনায় তদন্ত শুরু করছে পুলিশ-প্রশাসন ৷

এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রশাসন ৷ ন্যাশানাল কমিশন ফর প্রোকেটশন অফ চাইল্ড রাইটস (The National Commission for Protection of Child Rights- NCPCR) জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ৷ জেলা প্রশাসনের তরফে রিপোর্ট পাঠানো হবে বলে জানানো হয়েছে ৷ দামোয়ার পুলিশ সুপার ডিআর তেনিয়ার জানান, তাঁরা ঘটনার কথা জানতে পেরেছেন ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ যদি জানতে পারা যায়, ওই শিশুকন্যাদের জোর করে এসব করানো হয়েছে তাহলে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার ৷

আরও পড়ুন : Mohan Bhagwat : এদেশে হিন্দু-মুসলমানের পূর্বপুরুষ একই, ব্রিটিশরা এসে ভুল বুঝিয়েছে; দাবি ভাগবতের

Last Updated : Sep 7, 2021, 12:10 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details