নয়াদিল্লি, 19 মার্চ: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতের 'ছেঁড়া জিনস' মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া ৷ রিপড জিনস হ্যাশট্যাগ সহযোগে ছেঁড়া জিনস পরা ছবি পোস্ট করার ধূম পড়ে গিয়েছে ৷ তীব্র ভাষায় রাওয়াতের সমালোচনা করেছেন নেটিজেনরা ৷ যদিও এত কাণ্ডের পরও নিজের অবস্থান থেকে একচুলও সরছেন না উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ৷ এখনও তিনি মনে করেন, মেয়েদের ছেঁড়া জিনস পরাটা সামাজিক অবক্ষয়, বাবা মায়ের খারাপ দৃষ্টান্ত স্থাপনের উদাহরণ ৷
তাঁর মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক শুরু হলেও তাতে কোনও ভ্রূক্ষেপ নেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতের ৷ নিজের অবস্থানে অনড় থেকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মেয়েদের জিনস পরায় তাঁর কোনও আপত্তি নেই, তাঁর আপত্তি শুধু ছেঁড়া জিনস পরায় ৷ তিনি বলেছেন, "ছেঁড়া জিনস পরে খালি হাঁটু দেখানোর অর্থ, ধনী শিশুদের পশ্চিমি সভ্যতাকে অনুসরণ করা, যেখানে পশ্চিমি দেশগুলি এখন আমাদের অনুসরণ করছে ৷ ছেঁড়া জিনস সামাজিক অবক্ষয়ের পথ প্রশস্ত করছে এবং সন্তানদের উপর খারাপ দৃষ্টান্ত স্থাপন করছেন তাদের বাবা-মায়েরা ৷"
রাওয়াত নিজের দাবিতে অনড় থাকলেও তাতে সমালোচনা বন্ধ হয়নি ৷ সোশ্যাল মিডিয়ায় একের পর ছেঁড়া জিনস পরা ছবি দিয়ে পোস্ট করছেন মহিলারা ৷
এমন মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলে সমালোচনার ঝড় উঠেছে টুইটার, ফেসবুকে ৷