পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Train Hits Woman and Children: বিহারে গৃহবধূ ও তাঁর 2 সন্তানের ট্রেনের ধাক্কায় মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

Bihar Deceased Father Alleged that His Daughter has been Murdered: বিহারে ট্রেনের ধাক্কায় এক মহিলা এবং তাঁর দুই সন্তানের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন মৃতের বাবা ৷ বিহারের ভোজপুরের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 8:40 PM IST

ভোজপুর (বিহার), 20 অক্টোবর: বিহারের ভোজপুরের আরা-সাসারাম রেল সেকশনের চরপোখরি থানা এলাকার দুলাউর টোলার কাছে ট্রেনের ধাক্কায় এক মহিলা ও দুই শিশুর মৃত্যু হয়েছে ৷ মৃতেরা তিনজনই পাশের দুলাউর টোলার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ মৃত মহিলার নাম গুড্ডি দেবী (25) ৷ তিনি দুলাউর টোলা গ্রামের বাসিন্দা পিন্টু সিংয়ের স্ত্রী ছিলেন ৷ এই ঘটনার মৃত মহিলার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, তাঁদের মেয়ে এবং তাঁর দুই সন্তানকে হত্যা করা হয়েছে ৷ রেল পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ কীভাবে ও কেন এই ঘটনা ঘটল ? এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ ৷

খুনের অভিযোগ মৃতের বাপের বাড়ির সদস্যদের: ঘটনার খবর পেয়ে চরপোখরি থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন ৷ থানার ইনচার্জ জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ৷ তবে, গুড্ডি দেবীর মৃত্যুকে হত্যা বলে দাবি করেছেন, তাঁর বাড়ির লোকজন ৷ গাধানি থানা এলাকার ঈশ্বরপুরা গ্রামের বাসিন্দা মৃতের বাবা শিবপ্রসান যাদব ৷ তিনি অভিযোগ করেছেন, তাঁর মেয়েকে খুন করা হয়েছে ৷ কিন্তু, কেন এই অভিযোগ করছেন তিনি ? শিবপ্রসান যাদবের বক্তব্য, ‘‘বৃহস্পতিবার থেকে আমার মেয়েকে মারধর করা হচ্ছিল তাঁর শ্বশুরবাড়িতে ৷ সেই খবর পেয়ে আজ ওর বাড়িতে আসি ৷ কিন্তু, এখানে এসে দেখি মেয়ে মারা গিয়েছে ৷ আমার মেয়েকে হত্যা করা হয়েছে ৷’’

আরও পড়ুন:নিঠারি-কাণ্ডে নির্দোষ ঘোষণার 3 দিন পর মুক্তি পেলেন মনিন্দর সিং

মৃত মহিলার বাবাকেও মারধরের অভিযোগ:শিবপ্রসান যাদব অভিযোগ করেছেন, কেন তাঁর মেয়েকে মারধর করা হয়েছে ? এই প্রশ্ন করায়, তাঁকেও মৃত মেয়ের শ্বশুরবাড়ির লোকজন মারধর করে ৷ এই ঘটনায় তিনি পুলিশের দ্বারস্থ হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার ঠিক কী ঘটেছিল ? তা জানার চেষ্টা করছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details