পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Haryana Molestation and Murder Case: শ্লীলতাহানিতে বাধা, মহিলাকে চলন্ত ট্রেন থেকে ফেলে খুন যুবকের - হরিয়ানা চলন্ত ট্রেন

শ্লীলতাহানিতে বাধা দেওয়ায়, চলন্ত ট্রেন থেকে ছেলের সামনে মহিলাকে ট্রেন থেকে ফেলে খুন করল যুবক (woman thrown out of moving train for resisting molestation) ৷ ঘটনাটি ঘটেছে হরিয়ানার ঠোহানা এলাকায় (Haryana Molestation and Murder Case) ৷

ETV Bharat
Haryana Molestation and Murder Case

By

Published : Sep 2, 2022, 9:17 PM IST

চণ্ডীগড়, 2 সেপ্টেম্বর: শ্লীলতাহানির চেষ্টা ৷ প্রতিবাদ করায় মহিলাকে চলন্ত ট্রেন থেকে ফেলে খুন করল এক যুবক ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফতেহাবাদ এলাকায় (Woman thrown from train) ৷ জানা গিয়েছে, এই ঘটনার সময় মহিলার সঙ্গে তাঁর 9 বছরের ছেলেও ছিল ৷ যদিও বাচ্চাটির কোনও ক্ষতি হয়নি ৷ মৃত মহিলার নাম মনদীপ কৌর (30) ৷ তাঁর বাড়ি হরিয়ানার ঠোহানা এলাকায় ৷

জানা গিয়েছে, বাপের বাড়ি থেকে ঠোহানায় শ্বশুর বাড়ি ফিরছিলেন ওই মহিলা ৷ জানা গিয়েছে, মৃত ওই মহিলার ও তাঁর ছেলের সঙ্গে চলন্ত ট্রেনেই খারাপ ব্যবহার শুরু করে অভিযুক্ত যুবক ৷ মহিলা প্রতিবাদ করলে তাঁকে ধাক্কা মেরে চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেয় সে (woman thrown out of moving train for resisting molestation in Tohana Haryana) ৷

হরিয়ানায় মহিলাকে চলন্ত ট্রেন থেকে ফেলে খুন যুবকের

আরও পড়ুন: সোনালি ফোগতের মৃত্যুর তদন্তে হরিয়ানায় জরুরি প্রমাণ হাতে পেল গোয়া পুলিশ

ঠোহানা স্টেশনে স্ত্রীকে নিতে এসেছিলেন মনদীপ কৌরের স্বামী ৷ কিন্তু অনেক রাত হয়ে গেলেও মহিলা স্টেশনে না-পৌঁছনোয় তাঁর স্বামী জিআরপি'তে অভিযোগ জানান ৷ এরপর পুলিশি তল্লাশিতে শুক্রবার ঠোহানা স্টেশন থেকে 2 কিমি দূরে ওই মহিলার দেহ উদ্ধার হয় ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলের কাছেই আহত অবস্থায় আরেক যুবককে উদ্ধার করা হয়েছে ৷ সেও ট্রেন থেকে পড়ে যায় বলে অনুমান ৷ এই যুবকই অভিযুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ আহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন (Haryana Molestation and Murder Case) ৷

ABOUT THE AUTHOR

...view details