চণ্ডীগড়, 2 সেপ্টেম্বর: শ্লীলতাহানির চেষ্টা ৷ প্রতিবাদ করায় মহিলাকে চলন্ত ট্রেন থেকে ফেলে খুন করল এক যুবক ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফতেহাবাদ এলাকায় (Woman thrown from train) ৷ জানা গিয়েছে, এই ঘটনার সময় মহিলার সঙ্গে তাঁর 9 বছরের ছেলেও ছিল ৷ যদিও বাচ্চাটির কোনও ক্ষতি হয়নি ৷ মৃত মহিলার নাম মনদীপ কৌর (30) ৷ তাঁর বাড়ি হরিয়ানার ঠোহানা এলাকায় ৷
জানা গিয়েছে, বাপের বাড়ি থেকে ঠোহানায় শ্বশুর বাড়ি ফিরছিলেন ওই মহিলা ৷ জানা গিয়েছে, মৃত ওই মহিলার ও তাঁর ছেলের সঙ্গে চলন্ত ট্রেনেই খারাপ ব্যবহার শুরু করে অভিযুক্ত যুবক ৷ মহিলা প্রতিবাদ করলে তাঁকে ধাক্কা মেরে চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেয় সে (woman thrown out of moving train for resisting molestation in Tohana Haryana) ৷