পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Woman Stabs Lover to Death: প্রেমিকের বুকে ছুরি চালিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার মহিলা - Woman Stabs Lover to Death

যুবকের বুকে ছুরি মেরে হত্যায় অভিযুক্ত প্রেমিকা ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর হুলিমাভুর এলাকায় অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 12:09 PM IST

বেঙ্গালুরু, 7 সেপ্টেম্বর: ছুরির আঘাতে প্রেমিককে খুন করার অভিযোগ উঠল বান্ধবীর বিরুদ্ধে ৷ বেঙ্গালুরুর হুলিমাভুর এলাকার একটি অ্যাপার্টমেন্টে মঙ্গলবার এমনই ঘটনা ঘটেছে ৷ তবে ঘটনার দু'দিন পর বিষয়টি প্রকাশ্যে আসে ৷ মৃত যুবকের নাম জাভেদ (29) ৷ তিনি কেরলের বাসিন্দা ৷ 34 বছর বয়সি অভিযুক্ত ওই মহিলার নাম রেণুকা ৷ তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ৷ জাভেদের বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ৷

কেরলের কান্নুরের জাভেদ একটি মোবাইল মেরামতের দোকানে কাজ করতেন ৷ রেণুকা কোনও কাজ করতেন না ৷ তাঁরা একে অপরকে সাড়ে তিন বছর ধরে চেনেন ৷ সেই সূত্রেই একসঙ্গে বসবাস করতেন তাঁরা ৷ রেণুকার একটি 8 বছরের মেয়ে রয়েছে ৷

2 সেপ্টেম্বর হুলিমাভুর কাছের একটি অ্যাপার্টমেন্টে দোতলায় 3 দিনের জন্য রিয়াজের নামে একটি ফ্ল্যাট বুক করেছিলেন তাঁরা ৷ সেখানেই থাকতেন তাঁরা ৷ মঙ্গলবার দুপুর 3টে 15 নাগাদ তাঁদের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ এই সময় অ্যাপার্টমেন্টের ম্যানেজার সুনীল ফ্ল্যাটে গিয়ে দেখেন আহত অবস্থায় জাভেদ রেণুকার কোলে পড়ে আছেন ৷ বিষয়টি দেখা মাত্রই সুনীল জিজ্ঞাসা করেন কী হয়েছে ৷ রেণুকা তার উত্তরে জানান এটা তাঁদের ব্যক্তিগত সমস্যা ৷

তবে তাঁদের অবস্থা দেখে সুনীল ও প্রতিবেশীরা মিলে একটি অটো নিয়ে জাভেদ ও রেণুকাকে হাসপাতালে পাঠায় ৷ এদিকে প্রচণ্ড রক্তক্ষরণে জাভেদের মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা ৷ ফ্ল্যাটের মালিক গণেশের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা নথিভুক্ত করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ এ ব্যাপারে হুলিমাভু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷

আরও পড়ুন : প্রেমে প্রত্য়াখান মেনে নিতে না পেরে তরুণীর উপর হামলা, দিদিকে বাঁচাতে গিয়ে নিহত ভাই

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details