নয়াদিল্লি, 27 জানুয়ারি: আবারও মহিলাদের (Delhi Shocker) উপর ভয়ংকর নৃশংসতার সাক্ষী রাজধানী ৷ এক যুবতীকে(woman sexually assaulted and paraded in delhi) নির্মম ভাবে নিগ্রহ করা হল দিল্লির রাস্তায় (Woman assaulted paraded in Delhi)৷ তাঁকে গণধর্ষণ করে তাঁর চুল কেটে নেওয়া হল ৷ এরপর জামাকাপড় ছিঁড়ে, মুখে কালো কালি মাখিয়ে ঘোরানো হল গোটা এলাকা ৷
এই অত্যাচারের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে ৷ সেই ভিডিয়ো নজরে আসার পর ঘটনায় অভিযুক্ত চার জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়েছে দিল্লির মহিলা কমিশন ৷
দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল নিগৃহীতার সঙ্গে দেখা করার পর জানিয়েছেন, "কস্তুরবা নগরে 20 বছরের এক যুবতীকে গণধর্ষণ করে দেশি মদের বিক্রেতারা ৷ এরপর তাঁর মাথা মুড়িয়ে, মুখে কালি মাখিয়ে, গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হয় রাস্তায় ৷ দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়েছি ৷ অভিযুক্ত সব পুরুষ ও মহিলাকে গ্রেফতার করা উচিত এবং নিগৃহীতা ও তাঁর পরিবারকে সুরক্ষা দেওয়া উচিত ৷" যুবতীর উপর অত্যাচারের যে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে, তা টুইটে শেয়ার করেন মালিওয়াল ৷