উন্নাও, 31 মার্চ: মাথা গোঁজার ঠাঁই থেকে উচ্ছেদ করে দিতে এসেছিলেন সরকারি দফতরের আধিকারিকরা ৷ তাঁদের সামনেই সেই ভিটেয় আগুন ধরিয়ে দিলেন এক মহিলা ! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা আদতে ওই জমির মালিক নন ৷ জমিটি সংশ্লিষ্ট সরকারি দফতরের ৷ সেই কারণেই বৃহস্পতিবার ওই জমিতে আসেন রাজস্ব বিভাগের আধিকারিকরা ৷ তাঁরা ওই মহিলা ও তাঁর স্বামীকে জানান, তাঁদের এই জমি ছেড়ে দিতে হবে ৷ কারণ, তাঁরা সরকারি জমি দখল করে আছেন ৷ এরপরই মহিলা তাঁর কুঁড়ে ঘরে আগুন ধরিয়ে দেন ৷ এমনকী তিনি আত্মহত্যারও চেষ্টা করেন ৷ ঘটনা ঘিরে অশান্তি ছড়ায় হাসানগঞ্জ তহশিলের ইটকুটি গ্রামের বিক্রম খেরায় ৷
সংশ্লিষ্ট আধিকারিকদের মধ্যে একজন জানিয়েছেন, ওই গ্রামে এমন অনেক দখলদার রয়েছেন ৷ বছরের পর বছর ধরে সরকারি জমি বেআইনিভাবে আটকে রেখেছেন তাঁরা ৷ এ নিয়ে রাজস্ব দফতরে বহু অভিযোগও জমা পড়েছে ৷ সেইসব অভিযোগ খতিয়ে দেখতে বৃহস্পতিবার গ্রামে যান দফতরের প্রতিনিধিরা ৷ সেই সময় অজয় নামে এক জবরদখলকারীর সঙ্গে কথা বলেন তাঁরা ৷ তাঁকে জানান, দখল করা এই জমি ছেড়ে দিতে হবে তাঁকে ৷ পরিবার নিয়ে অন্য কোথাও উঠে যেতে হবে ৷ এই নিয়ে কথাবার্তা চলার মধ্যেই হঠাৎ করে নিজেদের কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দেন অজয়ের স্ত্রী ৷ এই ঘটনার সময় গ্রামের প্রধান-সহ অন্য বাসিন্দারাও সেখানে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷