পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Woman sets Hut on Fire: উচ্ছেদের আশঙ্কায় বাড়িতে আগুন, আত্মহত্যার চেষ্টা মহিলার

উত্তরপ্রদেশের উন্নাওয়ে উচ্ছেদ অভিযান চলাকালীন বিপত্তি ৷ কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক দখলদার মহিলা ৷

Woman sets Hut on Fire and attempts suicide during anti encroachment procedure
প্রতীকী ছবি

By

Published : Mar 31, 2023, 8:23 PM IST

উন্নাও, 31 মার্চ: মাথা গোঁজার ঠাঁই থেকে উচ্ছেদ করে দিতে এসেছিলেন সরকারি দফতরের আধিকারিকরা ৷ তাঁদের সামনেই সেই ভিটেয় আগুন ধরিয়ে দিলেন এক মহিলা ! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা আদতে ওই জমির মালিক নন ৷ জমিটি সংশ্লিষ্ট সরকারি দফতরের ৷ সেই কারণেই বৃহস্পতিবার ওই জমিতে আসেন রাজস্ব বিভাগের আধিকারিকরা ৷ তাঁরা ওই মহিলা ও তাঁর স্বামীকে জানান, তাঁদের এই জমি ছেড়ে দিতে হবে ৷ কারণ, তাঁরা সরকারি জমি দখল করে আছেন ৷ এরপরই মহিলা তাঁর কুঁড়ে ঘরে আগুন ধরিয়ে দেন ৷ এমনকী তিনি আত্মহত্যারও চেষ্টা করেন ৷ ঘটনা ঘিরে অশান্তি ছড়ায় হাসানগঞ্জ তহশিলের ইটকুটি গ্রামের বিক্রম খেরায় ৷

সংশ্লিষ্ট আধিকারিকদের মধ্যে একজন জানিয়েছেন, ওই গ্রামে এমন অনেক দখলদার রয়েছেন ৷ বছরের পর বছর ধরে সরকারি জমি বেআইনিভাবে আটকে রেখেছেন তাঁরা ৷ এ নিয়ে রাজস্ব দফতরে বহু অভিযোগও জমা পড়েছে ৷ সেইসব অভিযোগ খতিয়ে দেখতে বৃহস্পতিবার গ্রামে যান দফতরের প্রতিনিধিরা ৷ সেই সময় অজয় নামে এক জবরদখলকারীর সঙ্গে কথা বলেন তাঁরা ৷ তাঁকে জানান, দখল করা এই জমি ছেড়ে দিতে হবে তাঁকে ৷ পরিবার নিয়ে অন্য কোথাও উঠে যেতে হবে ৷ এই নিয়ে কথাবার্তা চলার মধ্যেই হঠাৎ করে নিজেদের কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দেন অজয়ের স্ত্রী ৷ এই ঘটনার সময় গ্রামের প্রধান-সহ অন্য বাসিন্দারাও সেখানে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷

হাসানগঞ্জের মহকুমাশাসক অঙ্কিত শুক্লা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ৷ তিনি জানান, জবরদখলকারীদের নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে ৷ অনেকেই ওই গ্রামে কুঁড়ে ঘর বানিয়ে থাকেন ৷ এমনকী তাঁদের একাংশ প্রশাসনের অনুমতির তোয়াক্কা না করেই পাকা বাড়ি তোলেন ! এসব বন্ধ করতেই 'মাঠে নামতে হয়' প্রশাসনকে ৷ আর তার মধ্য়েই ঘটে যায় এই ঘটনা !

আরও পড়ুন:বন্ধুর বিয়ে থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল সাত যুবকের

যে মহিলা কুঁড়ে ঘরে আগুন লাগিয়েছেন, তাঁর স্বামীর বিরুদ্ধে আগেও দখলদারির অভিযোগ উঠেছে ৷ সেবারও তাঁদের উঠে যেতে বলা হয়েছিল ৷ সেই সময় তাঁরা উঠেও গিয়েছিলেন ৷ কিন্তু, পরে আবার ওই জায়গায় ফিরে আসেন তাঁরা ৷ নতুন করে টিন দিয়ে কুঁড়ে ঘর তৈরি করেন ৷ তার জেরে আবারও তাঁদের উঠে যেতে বলা হয় ৷ কিন্তু, তাঁর স্ত্রী যে এমন কোনও কাণ্ড ঘটাবেন, তার জন্য কেউই প্রস্তুত ছিলেন না ৷

ABOUT THE AUTHOR

...view details