জয়পুর, 17 অগস্ট: গোলাপি শহরের নির্দয় মুখ ৷ জয়পুরের রাইসেন থানা এলাকায় পেট্রল ছিটিয়ে পুড়িয়ে মারা হল এক মহিলাকে (Jaipur Married Woman Burnt Alive) ৷ নীরব দর্শকের ভুমিকা পালন করল উপস্থিত জনতা । ওই মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে হাফ-ডজনেরও বেশি লোকের বিরুদ্ধে (Woman set to fire in Jaipur)। মৃত্যুর আগে ওই মহিলা তাঁর জবানবন্দিতে বলেছিলেন, তিনি শ্লীলতাহানির বিরোধিতা করেছিলেন । ফলে প্রতিবেশীরা তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয় ৷ নিহতের স্বজনরা জানান, 10 অগস্ট সকালে তিনি স্কুলে পড়াতে যাচ্ছিলেন । তখনই রাস্তায় কয়েকজন তাঁর গায়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় (Woman Set To Fire) ।
ওই দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে একসময় লুকাোনোর চেষ্টাও করেছিলেন ওই মহিলা ৷ তাঁকে বের না-করলে ঘরে লুকিয়ে থাকা লোকজনকে হত্যার হুমকিও দেয় অভিযুক্তরা । আগুনে দগ্ধ মহিলাকে গুরুতর আহত অবস্থায় সোয়াই মানসিং হাসপাতালে ভর্তি করা হয় । শেষপর্যন্ত মঙ্গলবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই তাঁর মৃত্যু হয় (Woman dies a week after being set on fire in Jaipur)।