পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rape in Bengaluru: বেঙ্গালুরুতে স্কুল বাসে ধর্ষণ, গ্রেফতার চালক - কর্ণাটক

বেঙ্গালুরুতে (Bengaluru) স্কুল বাসে এক মহিলাকে ধর্ষণের (Rape) অভিযোগ উঠেছে ৷ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ (Accused Arrested) ৷ তদন্ত চলছে ৷

woman-raped-by-school-bus-driver-in-bengaluru-accused-arrested
Rape: বেঙ্গালুরুতে স্কুল বাসে ধর্ষণ, গ্রেফতার চালক

By

Published : Dec 1, 2022, 12:40 PM IST

Updated : Dec 1, 2022, 1:02 PM IST

বেঙ্গালুরু, 1 ডিসেম্বর: এক মহিলাকে ধর্ষণের (Rape) অভিযোগ উঠেছে এক স্কুল বাস চালকের বিরুদ্ধে ৷ মঙ্গলবার বেঙ্গালুরুর (Bengaluru) চান্দ্রা লেআউট এলাকায় ঘটনাটি ঘটে ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ৷

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম শিবকুমার ৷ সম্প্রতি তিনি একটি বেসরকারি স্কুলে বাস চালক (School Bus Driver) হিসেবে কাজ শুরু করেছিলেন ৷ মঙ্গলবার স্কুল ছুটির পর বাস নিয়ে তিনি পড়ুয়াদের গন্তব্যে পৌঁছাতে যান ৷ পরে নয়নদাহালির দিকে যাওয়ার সময় নির্যাতিতা মহিলাকে বাসে উঠতে দেন ৷ নির্যাতিতাকে তিনি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷

ওই মহিলা পুলিশের কাছে দাবি করেছেন, কিছুটা দূর যাওয়ার পর রাস্তার পাশের সার্ভিস রোড ধরে বাস এগোতে থাকে ৷ তার পর শুনশান জায়গায় বাস দাঁড় করিয়ে তাঁকে ধর্ষণ করেন শিবকুমার (Raped by School Bus Driver) ৷ পরে তাঁকে রাস্তার পাশে ফেলে দিয়ে বাস নিয়ে চলে যান ৷ ওই মহিলা বাসের ছবি তুলে রাখেন ৷ আর ছেলেকে ফোন করে সবকথা জানান ৷

অভিযুক্ত বাস চালক

কর্ণাটকের (Karnataka) চন্দ্রলেআউট পুলিশ স্টেশনে ধর্ষণের অভিযোগ জানান (Woman raped by school bus driver) ৷ বাসের ছবি দেখে অভিযুক্ত শিবকুমারকে গ্রেফতার করা হয় ৷

আরও পড়ুন:ঘরে ঢুকে সত্তরের বৃদ্ধাকে ধর্ষণ ! মুখে কুলুপ পুলিশের

Last Updated : Dec 1, 2022, 1:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details