বেঙ্গালুরু, 1 ডিসেম্বর: এক মহিলাকে ধর্ষণের (Rape) অভিযোগ উঠেছে এক স্কুল বাস চালকের বিরুদ্ধে ৷ মঙ্গলবার বেঙ্গালুরুর (Bengaluru) চান্দ্রা লেআউট এলাকায় ঘটনাটি ঘটে ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ৷
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম শিবকুমার ৷ সম্প্রতি তিনি একটি বেসরকারি স্কুলে বাস চালক (School Bus Driver) হিসেবে কাজ শুরু করেছিলেন ৷ মঙ্গলবার স্কুল ছুটির পর বাস নিয়ে তিনি পড়ুয়াদের গন্তব্যে পৌঁছাতে যান ৷ পরে নয়নদাহালির দিকে যাওয়ার সময় নির্যাতিতা মহিলাকে বাসে উঠতে দেন ৷ নির্যাতিতাকে তিনি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷