করাইকাল (পুদুচেরি), 4 সেপ্টেম্বর: চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে পুদুচেরির করাইকাল এলাকায় ৷ অভিযোগ, এক মহিলা তাঁর মেয়ের স্কুলের এক সহপাঠীকে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে খুন করেছেন ৷ অষ্টম শ্রেণির ওই পড়ুয়ার নাম বালা মনিকান্দন ৷ সে স্টারলাইট ইংলিস স্কুলের পড়ুয়া ছিল ৷ মৃত কিশোরের পরিবারের অভিযোগ, স্কুলে বিষ মেশানো পানীয় পাঠিয়েছিলেন ওই মহিলা ৷ তা খেয়েই মৃত্যু হয়েছে তাঁদের ছেলের (Woman poisons daughter classmate to death) ৷
অভিযুক্ত মহিলার নাম শাক্য রানি ভিক্টোরিয়া ৷ মৃত কিশোরের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ(school student killed in Puducherry) ৷ ঘটনাক্রম যা জানা গিয়েছে তা হল, শুক্রবার সকালে স্কুলে যায় বালা মনিকান্দন নামে অষ্টম শ্রেণির ওই পড়ুয়া ৷ সেখানে বার্ষিক অনুষ্ঠানের রিহার্সাল চলছিল ৷ স্কুল থেকে বাড়ি ফিরেই বমি করতে শুরু করে ওই কিশোর ৷ বাবা-মা'কে সে জানায় স্কুলেও তার বমি হয়েছে ঠান্ডা পানীয় খেয়ে ৷ এরপর তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই মৃত্যু হয় তার (Puducherry school student murdered) ৷