পুত্তুর(কর্ণাটক), 3 জানুয়ারি: শরীর খুব দুর্বল ৷ ঠিকমতো দাঁড়াতে পারছেন না ৷ কথা বলার ক্ষমতা নেই ৷ তিন মাস ধরে স্নান করেননি ৷ বেঁচে রয়েছেন কেবল চা-বিস্কুটের উপর ৷ মহিলাকে ভূতে ধরেছে ৷ সেই কুসংস্কারের বিশ্বাস করে তিনমাস আটকে রাখা হয়েছিল একটি অন্ধকার ঘরে ৷ পুলিশের সহযোগিতায় অবশেষে মুক্তি পেলেন তিনি ৷ তালা ভেঙে মহিলাকে উদ্ধার করল মহিলা ও শিশু কল্যাণ দফতর এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকরা । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্ণাটকের পুত্তুর শহরের কেমিঞ্জে গ্রামে ৷ ওই মহিলাকে উদ্ধারের পর পুত্তুর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে ।
জানা গিয়েছে, মহিলা ও শিশু কল্যাণ দফতর একটি ফোন পেয়েছিল ৷ ফোনে জানানো হয়, শ্রীপতি হেব্বারের স্ত্রীকে গত 3 মাস ধরে একটি সিমেন্টের ঘরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷ সেই ঘরে কোনও জানালা এবং বৈদ্যুতিক আলোর ব্যবস্থা নেই । এই খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে মহিলা ও শিশু কল্যাণ দফতরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে যান ৷ সেখানে গিয়ে মহিলাকে তালাবন্ধ অবস্থা থেকে তাঁরা উদ্ধার করেন ৷ প্রথমে হাসপাতালে ভরতি হতে মহিলা অস্বীকার করলেও পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পুত্তুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।