পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rash driving in Ranchi: বৃদ্ধাকে ধাক্কা মেরে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে গেল গাড়ি - ranchi Rash driving

রাঁচি শহরে এক বৃদ্ধাকে প্রথমে গাড়ি দিয়ে ধাক্কা মেরে, তারপর তাঁকে হেঁচড়াতে হেঁচড়াতে অনেকটা পথ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিশেষভাবে সক্ষম এক ব্যক্তির বিরুদ্ধে ৷ বৃদ্ধা বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷

ETV Bharat
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 9:53 PM IST

রাঁচি, 24 অক্টোবর:প্রথমে গাড়ি দিয়ে ধাক্কা, তারপর এক বয়স্ক মহিলাকে গাড়ির চাকায় পা আটকানো অবস্থায় রাস্তা দিয়ে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক চালকের বিরুদ্ধে ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন 67 বছর বয়সি ওই বৃদ্ধা ৷ বৃদ্ধার নাম শকুন্তলা দেবী ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচিতে ৷ জানা গিয়েছে, ওই বয়স্ক মহিলা এদিন যখন মোরাবাদি ময়দান এলাকা থকে তাঁর বাড়িতে ফিরছিলেন তখন এই ঘটনাটি ঘটে ৷

জানা গিয়েছে, এদিন ওই বয়স্ক মহিলা রাঁচির মোরাবাদি এলাকার সরাইতন্দ এলাকার বাসিন্দা ৷ এদিন তিনি যখন মোরাবাদি ময়দান থেকে তাঁর বাড়ির দিকে যাচ্ছিলেন তখন তাঁকে ধাক্কা মারে একটি গাড়ি ৷ এরফলে ওই বৃদ্ধার পা গাড়িটির চাকার সঙ্গে আটকে যায় ৷ অভিযোগ, এই ঘটনার ওই বয়স্ক মহিলাকে উদ্ধার না করে ওই গাড়ির চালক ওই অবস্থাতেই তার যানটি নিয়ে পালাতে চেষ্টা করেন ৷ আর তা করতে গিয়ে, গাড়ির চাকার সঙ্গে পা আটকানো অবস্থায় ওই বৃদ্ধাকে হেঁচড়াতে হেঁচড়াতে অনেকটা নিয়ে যায় ওই অভিযুক্ত ৷

এরপর প্রত্যক্ষদর্শীরা ওই গাড়িটিকে থামায় ৷ বয়স্ক মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ৷ খবর দেওয়া হয় পুলিশেও ৷ ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী ৷ তাঁদের দাবি, ওই বয়স্ক মহিলা রাস্তার সঠিক দিক দিয়েই হেঁটে যাচ্ছিলেন, কিন্তু যে ব্যক্তি ওই গাড়িটি চালাচ্ছিলেন তিনি শরীরিক দিক দিয়ে বিশেষভাবে সক্ষম ৷ ওই মহিলা বর্তমানে আরআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে রয়েছেন ৷ স্থানীয়দের দাবি, গাড়িটিকে যদি গাড়িটিকে থামানো না-হত, তাহলে মহিলার প্রাণও যেতে পারত ৷ পুলিশ ও স্থানীয়রা মিলে গাড়িটিকে উলটো করে তারপর মহিলাকে সেখান থেকে উদ্ধার করেন ৷ কিন্তু শারীরিক দিক সক্ষম না-হওয়া সত্ত্বেও ওই ব্যক্তি কী করে গাড়ি চালাচ্ছিলেন, সেই প্রশ্নও উঠছে ৷

আরও পড়ুন: স্ত্রীর এক হাত, দুই পা কেটে দিল মদ্যপ স্বামী !

তবে এই ঘটনায় ক্ষিপ্ত স্থানীয় জনতা, ওই চালককে গাড়ি থেকে নামিয়ে তাকে গণধোলাই দেয় ৷ বরিয়াতু থানার পুলিশ সঠিক সময়ে সেখানে না পৌঁছলে বড় ঘটনা ঘটে যেতে পারত ৷ জানা গিয়ে ওই ব্যক্তি একজন ব্যাংককর্মী ৷

ABOUT THE AUTHOR

...view details