কেরল, 15 অগস্ট: লিভ-ইন সম্পর্কে থাকলেও গার্হস্থ্য হিংসার মামলা করতে পারেন মহিলারা ৷ সম্প্রতি একটি পর্যবেক্ষণে এ কথা জানিয়েছে কেরালা হাইকোর্ট ৷ বিচারপতি অনিল কে নরেন্দ্রণ এবং পিজি অজিত কুমারের ডিভিশন বেঞ্চ উল্লেখ করেছে যে, একজন মহিলা যাঁর সঙ্গে গার্হস্থ্য সম্পর্কে রয়েছেন, তাঁর হাতে যে কোনও ধরনের হিংসার শিকার হলে তিনি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের অধীনে মামলা করতে পারেন ।
বেঞ্চ আরও উল্লেখ করেছে যে, এই আইনটি গার্হস্থ্য সম্পর্কের সংজ্ঞায় বলেছে যে, দু'জন যখন একসঙ্গে বসবাস করেন, তা কিছু সময়ের জন্য হলেও, তাঁরা যদি বিবাহ বা সেই রকমের সম্পর্কে আবদ্ধ থাকেন ও একসঙ্গে বসবাস করেন, তাকেই গার্হস্থ্য সম্পর্ক বলা হবে ৷
আদালতের পর্যবেক্ষণ, "উপরের সংজ্ঞা থেকে এটি সম্ভব যে, একজন মহিলা একাই গার্হস্থ্য আইনের অধীনে স্বস্তি চাইছেন । বিয়ের মতো সম্পর্কের মধ্যে থাকা একজন মহিলাও ডিভি আইনের অধীনে বিচার চাওয়ার যোগ্য... এটি উল্লেখ করা যেতে পারে যে, ডিভি আইনের ধারা 2(কিউ)-এ বলা আছে, বিবাহের মতোই সম্পর্কের মধ্যে থাকা একজন মহিলা, অন্য ভাবে বললে, লিভ-ইন-রিলেশনশিপে থাকা মহিলা ধারা 12-র অধীনে ডিভি আইনে আবেদন করতে পারেন ৷"
আদালত এমন একজন ব্যক্তির দায়ের করা একটি আপিল মামলার শুনানি করছিল, যিনি তাঁর বিরুদ্ধে ডিভি আইনের 12 ধারার অধীনে শুরু হওয়া এবং ম্যাজিস্ট্রেটের সামনে বিচারাধীন একটি মামলাকে পারিবারিক আদালতে স্থানান্তর করতে চেয়েছিলেন ।