নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি : বিকিনি হোক বা ঘোমটা অথবা একজোড়া জিনস বা হিজাব ৷ একজন মহিলা কোন পোশাক পরবেন, সেটা ঠিক করার অধিকার একমাত্র তাঁর (woman right to decide what she wants to wear) ৷ কর্নাটকে হিজাব নিয়ে চলা বিতর্কে এমনটাই মন্তব্য করলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ আর ভারতের সংবিধান সেই অধিকারকে সুনিশ্চিত করেছে বলে উল্লেখ করেছেন তিনি ৷
প্রসঙ্গত, কর্নাটকে কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পড়ে যাওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত ৷ যে ঘটনা নিয়ে মঙ্গলবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে কর্নাটক ৷ যে ঘটনায় ইটবৃষ্টি এবং পুলিশের বলপ্রয়োগকে কেন্দ্র করে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ একাধিক কলেজের পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্নাটক সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিনের ছুটি ঘোষণা করে দিয়েছে ৷
মহিলাদের পাশে দাঁড়িয়ে টুইটারে সরব হলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra Tweet on Hijab Row) ৷ তিনি লেখেন, ‘‘বিকিনি হোক বা ঘোমটা, এক জিনস অথবা হিজাব ৷ একজন মহিলা কী পরিধান করবেন তা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত ৷ এই অধিকার ভারতীয় সংবিধান সুনিশ্চিত করেছে ৷ মহিলাদের অপদস্থ করা বন্ধ হোক ৷’’ এই টুইটে হ্যাশট্যাগ ব্যবহার করে প্রিয়াঙ্কা লেখেন, ‘লড়কি হু লড় সকতি হু’ ৷ অর্থাৎ, ‘আমি মেয়ে লড়াই করতে জানি’ ৷