ভোপাল, 15 এপ্রিল:বন্দে ভারত এক্সপ্রেসে উঠে সেলফি তোলার মোহে গাঁটের কড়ি খসাতে হল এক মহিলাকে ! সূত্রের খবর, ওই মহিলা বন্দে ভারত এক্সেপ্রেসের যাত্রী ছিলেন না ৷ তা সত্ত্বেও ট্রেনের কামরায় উঠে পড়েন তিনি ! সঙ্গে ছিল তাঁর ছেলে ৷ ট্রেনের কামরার ভিতর নানা ভঙ্গিমায় সেলফি তুলতে থাকেন মহিলা ৷ এদিকে, ততক্ষণে যে ট্রেন চলতে শুরু করে দিয়েছে, তা তিনি খেয়ালই করেননি ! বেশ খানিকটা পরে মহিলা বুঝতে পারেন, তিনি ঝামেলায় পড়েছেন ৷ বন্দে ভারত এক্সপ্রেসের কর্মীদেরও বিষয়টি নজরে আসে ৷ আর তার জেরেই মহিলাকে খরচ করতে হয় 5 হাজার 470 টাকা !
রেল সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা মধ্যপ্রদেশের ভোপালের রানি কমলাপতি রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা বন্দে ভারতে উঠে পড়েন ছেলেকে নিয়ে ৷ তাঁর উদ্দেশ্য ছিল, একটি সেলফি তুলে নেমে পড়বেন ৷ কিন্তু, সেলফি তুলতে গিয়ে সেকথা যেন তিনি ভুলেই যান ! পছন্দের ছবি পেতে স্মার্ট ফোনের ক্য়ামেরায় ফোটোগ্রাফি চলতেই থাকে ! এরই মধ্যে ট্রেন চলতে শুরু করে দেওয়া মহিলা ভয়ে চেঁচামিচি শুরু করে দেন ৷ তা শুনে এগিয়ে আসেন রেলের কর্মীরা ৷ তাঁরা মহিলাকে সাহায্য করতে প্রস্তুত হলেও তাঁকে একটি দুঃসংবাদও দেন ৷ তাঁরা জানান, ট্রেনে ওঠার জন্য তাঁকে ন্যূনতম মূল্যের টিকিট কাটতেই হবে ৷ যার দাম 5 হাজার 470 টাকা ৷ সেই টিকিট কাটেন মহিলা ৷ পরে লক্ষ্মীবাই রেল স্টেশনে নামিয়ে দেওয়া হয় তাঁকে ৷