পালনাডু (অন্ধ্রপ্রদেশ), 11 অক্টোবর:অন্ধ্রপ্রদেশ সরকারের শাসক দলের নেতারা জোর প্রচার চালাচ্ছেন যে, তাঁরা গরিবদের জন্য একদিকে আরোগ্যশ্রী এবং অন্যদিকে জগনান্ন আরোগ্য সুরক্ষা প্রকল্প চালাচ্ছেন ৷ এ দিকে, একটি সরকারি হাসপাতালে ধরা পড়ল এক করুণ ছবি ৷ এলাকার কোনও স্বাস্থ্যকেন্দ্রে সন্তান প্রসবের কোনও ব্যবস্থা বা থাকায় গর্ভবতীকে নিয়ে ছুটতে হল 90 কিনিট দূরের সরকারি হাসপাতালে । অবশেষে শনিবার নরসারাওপেট সরকারি হাসপাতালে তিনি সন্তানের জন্ম দেন ৷ তবে, বাইকে চড়ে হাসপাতালে যাওয়ার সময় গর্তময় রাস্তায় পড়ে দুর্ঘটনায় ওই মহিলার স্বামীর মৃত্যু হয় ।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিদদা রজনীর জেলা পালনাডুতে ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনা ৷ সন্তানের জন্ম দেওয়ার পর তাকে নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন স্ত্রী ৷ আর তাঁর স্বামীর প্রাণহীন দেহটি পড়ে রয়েছে ওই হাসপাতালেরই মর্গে ৷
নরমাল ডেলিভারির জন্য 90 কিমি: করমপুড়ির বাথিনা আনন্দের স্ত্রী রামাঞ্জিনী গর্ভবতী ছিলেন । শুক্রবার রাত 9টার দিকে করমপুড়ি জনস্বাস্থ্য কেন্দ্রে তাঁকে নিয়ে যান তাঁর স্বামী আনন্দ ৷ সেখানে ডাক্তার না থাকায় গুরজালা সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয় । তাঁরা 108 অ্যাম্বুলেন্সে 20 কিলোমিটার দূরে গুরজালা হাসপাতালে পৌঁছন । সেখানকার চিকিৎসকরা ওই মহিলাকে পরীক্ষা করেন এবং তাঁকে তাঁরা আরও উন্নত চিকিৎসার জন্য নরসারাওপেট সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন ৷ কারণ চিকিৎসকরা দেখতে পান যে, তাঁর অ্যামনিওটিক ফ্লুইড কম ছিল এবং তিনি রক্তশূন্যতায় ভুগছিলেন । সেখান থেকে 70 কিমি দূরে নরসারওপেট সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রামাঞ্জিনীকে । আজ ভোরে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি কন্যাসন্তানের জন্ম দেন ৷