বেঙ্গালুরু, 5 নভেম্বর: কর্ণাটকে খনি ও ভূতত্ত্ব বিভাগের ডেপুটি ডিরেক্টর হিসাবে কর্মরত এক মহিলা ভূতত্ত্ববিদকে হত্যা করার অভিযোগ উঠল ৷ রবিবার বেঙ্গালুরুতে তাঁর বাসভবনেই তাঁকে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।
সুব্রহ্মণ্যপুর থানার অন্তর্গত ডোড্ডাকাল্লাসন্দ্রের গোকুলা অ্যাপার্টমেন্টের বাসিন্দা 37 বছরের কেএস প্রতিমাকে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে । পুলিশ জানায়, প্রতিমাকে শ্বাসরোধ করে ও গলা কেটে খুন করা হয়েছে । তিনি তাঁর স্বামীর সঙ্গে থাকতেন না ৷ একাই থাকতেন ৷ আর তাঁর স্বামী ও সন্তান তীর্থহল্লিতে থাকেন ।
পুলিশ আধিকারিকদের মতে, প্রতিমা শনিবার রাত আটটার দিকে অফিস থেকে বাড়িতে পৌঁছন । বেঙ্গালুরু সিটির দক্ষিণ বিভাগের ডিসিপি রাহুল কুমার শাহাপুরওয়াদ সাংবাদিকদের বলেছেন, "রোজকার মতোই শনিবার রাত আটটার দিকে বাড়ি ফেরেন প্রতিমা । গতকাল রাতে ফোনে তাঁর সাড়া না পেয়ে আজ সকালে তাঁর বড় ভাই তাঁর বাড়িতে এসে প্রতিমার খুনের খবর জানতে পারেন । তিনিই পুলিশকে খবর দেন ৷"