করৌলি, 25 জুলাই:একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন মহিলা ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের করৌলিতে ৷ যদিও অপরিণত প্রসবের কারণে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে । দুই শিশুকে জয়পুরে রেফার করা হয়েছে । শেষ পাওয়া খবর অনুযায়ী, মা এবং দুই সন্তান সুস্থ রয়েছে (Five children birth in Karauli) ৷
করৌলি জেলা সদরে অবস্থিত ভরত হাসপাতালে রেশমা নামের ওই মহিলা একসঙ্গে 5টি সন্তানের জন্ম দেন । ভরত হাসপাতালের পরিচালক ডাঃ ভরতলাল মীনা ও মহিলা চিকিৎসক আশা মীনা জানান, ওই মহিলা নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিনটি মেয়ে ও দুই ছেলের জন্ম দিয়েছেন । মহিলাটি সম্পূর্ণ সুস্থ । বিয়ের 7 বছর পর সন্তানের জন্ম দিয়েছেন তিনি ৷ একসঙ্গে 5 সন্তানের জন্ম হওয়ায় বিস্মিত ডাক্তাররাও ।