মুম্বই, 9 অক্টোবর : লখনৌ থেকে মুম্বইগামী পুষ্পক এক্সপ্রেসে (Lucknow-Mumbai Pushpak Express) ধর্ষণ ও লুঠ চালাল দুষ্কৃতীরা ৷ ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের ইগতপুরী (Igatpuri) স্টেশন ও কসারা (Kasara) স্টেশনের মধ্যে ৷ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে এই ঘটনার পর মুম্বই জিআরপি পুলিশ (Mumbai Government Railway Police, GRP) 4 জনকে গ্রেফতার করেছে ৷
মুম্বইয়ের জিআরপি পুলিশ কমিশনার (Mumbai GRP's Police Commissioner) কোয়াইসার খালিদ (Quaiser Khalid) জানান, ঘাট অঞ্চলের মধ্যে দিয়ে ট্রেনটি যাওয়ার সময় এই অপরাধমূলক কাণ্ডটি হয় ৷ তিনি একটি টুইট করে জানান, "অভিযুক্তরা ইগতপুরী (অওরঙ্গাবাদ রেলওয়ে ডিসট্রিক্ট) থেকে লখনৌ-মুম্বই পুষ্পক এক্সপ্রেসের ডি-2 স্লিপার বগিতে ওঠে ৷ রাতে ঘাট অঞ্চলের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই অপরাধমূলক কাজকর্ম করে ৷"
আরও পড়ুন : Youth Dies : রেললাইনে বসে গল্পে মশগুল যুগল, প্রেমিককে পিষে দিল ট্রেন