পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Uttar Pradesh Divorce Case: স্বামী উচ্চমাধ্যমিক পাশ, বিয়ের 2 বছর পর বিবাহবিচ্ছেদের মামলা করলেন স্ত্রী - শিক্ষাগত যোগ্যতার তফাত থাকায় বিবাহ বিচ্ছেদ

স্বামী উচ্চমাধ্যমিক পাশ ৷ বিয়ের 2 বছর পর একথা জানতে পেরে বিবাহবিচ্ছেদের মামলা করলেন স্ত্রী ৷ উত্তরপ্রদেশের ঘটনায় শোরগোল (Uttar Pradesh Divorce Case) ৷

Uttar Pradesh Divorce Case ETV BHARAT
Uttar Pradesh Divorce Case

By

Published : Jan 20, 2023, 4:55 PM IST

আলিগড়, 20 জানুয়ারি:স্বামী উচ্চমাধ্যমিক পাশ ৷ বিয়ের আগে এ বিষয়ে তিনি কিছুই জানতেন না ৷ এমনকি স্বামীর সঙ্গে শিক্ষাগত যোগ্যতার ফারাক বিস্তর ৷ এমনই কারণ দেখিয়ে বিবাহবিচ্ছেদ চেয়ে আবেদন করলেন এক মহিলা (Woman Files Divorce After 2 Years Marriage) ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ের আতরাউলি এলাকায় ৷ জানা গিয়েছে, মহিলা এবং তাঁর স্বামীর পরিবার, এমনকি কাউন্সিলর সকলেই মহিলাকে বিষয়টিকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার অনুরোধ করেছেন ৷ কিন্তু, তিনি সেই অনুরোধ মানতে রাজি হননি ৷

উল্লেখ্য, 2 বছর আগে মহিলার সঙ্গে আতরাউলির বাসিন্দা ওই ব্যক্তির প্রেম করে বিয়ে হয়েছিল ৷ কিন্তু, বিয়ের আগে ওই মহিলা হবু স্বামীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতেন না বলে দাবি করেছেন বিবাহবিচ্ছেদের আবেদন ৷ বিয়ের 2 বছর পর, স্বামীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে তাঁর মনে সংশয় দেখা দেয় ৷ বিষয়টি নিয়ে তিনি খোঁজ খবর নেন ৷ জানতে পারেন তাঁর স্বামী উচ্চমাধ্যমিক পাশ করার পর, আর পড়াশোনা করেননি ৷ এর পরেই তিনি আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন ৷

প্রসঙ্গত, মহিলা কলাবিভাগে স্নাতকোত্তর পাশ করেছেন ৷ মহিলা বিবাহবিচ্ছেদের আবেদন করার পর, তাঁদের পরিবার বিষয়টি মেটানোর চেষ্টা করেছিলেন ৷ কিন্তু, মহিলা প্রত্যারিত হয়েছেন, এই অভিযোগে অনড় থাকেন এবং বিবাহবিচ্ছেদের বিষয়টিকে এগিয়ে নিয়ে যান ৷ এমনকি তাঁর স্বামীও তাঁকে বোঝানোর চেষ্টা করেছিলেন ৷ জানা গিয়েছে, পরিবারের তরফে মহিলাকে আবারও সমঝোতার জন্য বলা হলে, তিনি বিবাহবিচ্ছেদের জন্য পারিবারিক আদালতে যান ৷

আরও পড়ুন:অর্থ ও সন্তান কামনায় বধূকে খাওয়ানো হল মানবদেহের ছাই ! কাঠড়ায় স্বামী-সহ আট

এমনকি পারিবারিক আদালতের কাউন্সিলর মহিলাকে বিবাহবিচ্ছেদের বিষয়টি পুনরায় ভেবে দেখার অনুরোধ করেন ৷ কিন্তু, তাঁর কথাও শুনতে চাননি মামলাকারী ৷ কাউন্সিলর যোগেশ সারাওয়াত বলেন, ‘‘আমি তাঁদের বিষয়টি সমাধানের সবরকম চেষ্টা করেছি ৷ কিন্তু, ওই মহিলা একপ্রকার জেদ ধরে রয়েছেন ৷ তিনি বিবাহবিচ্ছেদ চান ৷ কারণ, তিনি যতটা শিক্ষিত, তাঁর স্বামী ততটা শিক্ষিত নন ৷ আমি দু’জনকেই আদালতের বাইরে বিষয়টি মিটিয়ে নেওয়ার অনুরোধ করেছিলাম ৷ কিন্তু, আমি যা ভেবেছিলাম, তা এই দু’জনের ক্ষেত্রে কাজ করেনি ৷’’ বর্তমানে স্বামী-স্ত্রী দু’জনেই নিজেদের বয়ান আদালতে জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details