পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Trikut Ropeway Accident : ত্রিকূট পাহাড়ে উদ্ধারকার্যে ফের দুর্ঘটনা, নীচে পড়ে মৃত্যু মহিলার - Trikut Hills ropeway accident

ত্রিকূট রোপওয়ে দুর্ঘটনায় এখনও আটকে রয়েছেন 10 জন পর্যটক ৷ তাঁদের উদ্ধারে ফের অভিযান শুরু করল বায়ুসেনা । বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধারকাজে যোগ দিয়েছে বায়ুসেনা (Airforce start second day rescue operation) ৷

Trikut
ত্রিকূট পাহাড়ে ফের উদ্ধারকার্য শুরু করল বায়ুসেনা

By

Published : Apr 12, 2022, 12:46 PM IST

দেওঘর, 12 এপ্রিল : ফের রোপওয়ে থেকে পড়ে মৃত্যু ত্রিকূটে ৷ এদিন উদ্ধারকার্যের সময় উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর ৷ আজ ত্রিকূট পর্বত রোপওয়ে দুর্ঘটনায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারে ফের অভিযান শুরু করেছে বায়ুসেনা । সকাল থেকে এখনও পর্যন্ত 5 জনকে নামানো হয়েছে । এখনও আটকে রয়েছেন 10 জন পর্যটক ৷ রাত হয়ে যাওয়ায় সোমবার উদ্ধারকাজ বন্ধ হয়ে গিয়েছিল (Airforce start second day rescue operation) ৷

রোপওয়ে দুর্ঘটনায় এখনও পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে (death in ropeway accident) ৷ 10 জন আহত হয়েছেন ৷ সোমবার সন্ধ্যে পর্যন্ত 32 জনকে উদ্ধার কর সম্ভব হয়েছিল ৷ বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধারকাজে যোগ দিয়েছে বায়ুসেনা (Woman fell from ropeway during rescue operation) ৷

সোমবার সকালে MI-17 এবং MI-17 V5 হেলিকপ্টারের সাহায্যে বায়ুসেনার গরুড় কমান্ডোর একটি দল 32 জনকে উদ্ধার করে । যদিও উদ্ধারকার্যের সময় রোপওয়ে থেকে পড়ে মারা গিয়েছেন এক ব্যক্তি ৷ পাহাড়ের মাঝে আটকে পড়া রোপওয়ে থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে হেলিকপ্টারের কাছে নিয়ে আসা হয়, কিন্তু হেলিকপ্টারে ওঠার সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে তিনি নিচে পড়ে যান তিনি ৷

আরও পড়ুন : ত্রিকূট পাহাড়ে উদ্ধারকার্যের সময় দুর্ঘটনা, হেলিকপ্টারে ওঠার সময় নিচে পড়ে গেলেন ব্যক্তি

রবিবার ঝাড়খণ্ডের ত্রিকূট পাহাড়ে ঝুলন্ত অবস্থায় রোপওয়ের কয়েকটি ট্রলি পরস্পরের সঙ্গে ধাক্কা খায় ৷ যার ফলে সেখানকার পুরো রোপওয়ে পরিবহণ ব্যবস্থায় ক্ষতিগ্রস্থ হয় ৷ মাঝপথেই বন্ধ হয়ে যায় রোপওয়ে ট্রলি চলাচল ৷ আর তার জেরেই ঝুলন্ত রোপওয়ে ট্রলিতে ত্রিকূট পাহাড়ের মাঝে আটকে পড়েন পর্যটকরা (Trikut Hills ropeway accident) ৷

ABOUT THE AUTHOR

...view details