পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনা প্রাণ কাড়ল কৃষক আন্দোলনে যোগ দেওয়া বাঙালি মহিলার - টিকরি

করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল কৃষক আন্দোলনে যোগ দিতে আসা মহিলার ৷ মৃতের নাম মৌমিতা বসু ৷ তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন ৷ দিল্লি-হরিয়ানার টিকরি সীমানায় কৃষক আন্দোলনে যোগ দিয়েছিলেন মৌমিতা ৷

woman-farmer-died-due-to-corona-virus-at-tikri-border-jhajjar
করোনায় আক্রান্ত হয়ে মৃত্য়ু কৃষক আন্দোলনে যোগ দেওয়া বাঙালি মহিলার

By

Published : May 1, 2021, 3:51 PM IST

টিকরি (ঝজ্জর), 1 মে : করোনার থাবা এবার দিল্লি-হরিয়ানার টিকরি সীমানায় চলতে থাকা কৃষক আন্দোলনেও ৷ পশ্চিমবঙ্গের বাসিন্দা এক মহিলার মৃত্য়ু হল করোনায় আক্রান্ত হয়ে ৷ ঘটনার জেরে স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে মাসের পর মাস ধরে চলতে থাকা এই আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে ৷

সূত্রের খবর, আন্দোলনকারী ওই মহিলার নাম মৌমিতা বসু ৷ পশ্চিমবঙ্গের বাসিন্দা মৌমিতা কৃষক আন্দোলনে সামিল হওয়ার জন্যই ঝজ্জরে গিয়েছিলেন ৷ গত 26 এপ্রিল হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি ৷ অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে বাহাদুরগড়ের সিভিল হাসপাতালে ভর্তি করা হয় ৷ এরপর মৌমিতাকে স্থানান্তরিত করা হয় রোহতকের পিজিআই হাসপাতালে ৷ সেখানেই তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট আসে পজিটিভ ৷ এরপর বাহাদুরগড়ের শিবম হাসপাতালের করোনা ওয়ার্ডের চিকিৎসা শুরু হয় মৌমিতার ৷ সেখানে চিকিৎসাধীন থাকাকালীনই প্রাণ যায় এই আন্দোলনকারীর ৷

এদিকে, করোনা আবহে কৃষক আন্দোলন নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা ৷ প্রশাসনের আবেদন, আন্দোলনকারীরা সকলেই যেন ব়্যাপিড অ্য়ান্টিজ়েন পরীক্ষা করান এবং অবশ্যই কোভিড বিধি মেনে চলেন ৷ এর জবাবে কৃষক নেতারা জানিয়েছেন, গম কাটার পরই দিল্লির সীমানার উদ্দেশ্যে রওনা দেবেন আরও অসংখ্য কৃষক ৷

আরও পড়ুন :জামিনের কয়েক ঘণ্টার মধ্যেই ফের গ্রেফতার দীপ সাধু

গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হরিয়ানার স্বাস্থ্য মন্ত্রী অনিল বিজ ৷ তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা ব্য়ক্তিগতভাবেও কৃষক নেতাদের সঙ্গে কথা বলেছেন ৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি ৷ আন্দোলনকারীরা কেউই করোনা বিধি মানছেন না ৷ এমনকী, তাঁরা কেউ করোনা পরীক্ষা করাতেও রাজি হননি ৷

ABOUT THE AUTHOR

...view details