কানপুর, 26 জুন : শুক্রবার রাতে কানপুরে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ চারিদিকে কড়া নিরাপত্তা বলয় ৷ কানপুরের যে রাস্তা দিয়ে রাষ্ট্রপতির কনভয় গিয়েছে, সেই রাস্তা সাধারণের ব্যবহারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল সাময়িকভাবে ৷ শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকায় তীব্র যানজট ৷ সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে রাস্তায় ৷ ওই পথেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল বছর পঞ্চাশের বন্দনা মিশ্রকে ৷ করোনা পরবর্তী সমস্যায় ভুগছিলেন তিনি ৷ কিন্তু গাড়ির ভিড়ে আটকে পড়েন ৷ আর হাসপাতালে যাওয়া হল না ৷ যানজটে আটকেই প্রাণ হারালেন প্রৌঢ়া ৷
বন্দনা মিশ্র এপ্রিল মাসে করোনা থেকে মুক্ত হয়েছিলেন ৷ কিন্তু বিগত কিছুদিন ধরে করোনা পরবর্তী সমস্যায় ভুগছিলেন ৷ পরিস্থিতি জটিল হতে শুরু করলে প্রৌঢ়াকে নিয়ে শুক্রবার কানপুরের এক বেসরকারি হাসপাতালের উদ্দেশে রওনা দেন পরিবারের লোকেরা ৷ কিন্তু যে গাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেটি গোবিন্দপুরী উড়ালপুল ও নন্দলাল ক্রসিংয়ের মাঝে গাড়িটি যানজটে আটকে পড়ে ৷ কারণ, সামনের রাস্তা সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির কনভয় যাবে বলে ৷ প্রৌঢ়াকে সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি ৷ গাড়িতে বসেই মৃত্যু হয় তাঁর ৷ তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ইন্ডাস্ট্রিজ়ের কানপুর চ্যাপ্টারের প্রধান ছিলেন ৷ বন্দনা মিশ্রের মৃত্যুর কথা রাষ্ট্রপতির কান পর্যন্তও পৌঁছেছে এবং তিনি ঘটনায় অত্যন্ত মর্মাহত ৷