পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Car Hits Bike in Gujarat: বেপরোয়া বিলাসবহুল গাড়ির ধাক্কা বাইকে, মৃত মহিলা

ভাদোদরা শহরের নয়ারা পেট্রোল পাম্পের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কা বাইকে (Horrific Accident in Gujarat) ৷ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহী মহিলার ৷ আহত মহিলার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন ৷ পুলিশ জানিয়েছে, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন ।

Car Hits Bike
বেপরোয়া গাড়ির ধাক্কা বাইকে

By

Published : Feb 8, 2023, 10:17 AM IST

ভাদোদরা (গুজরাত), 8 ফেব্রুয়ারি: গুজরাতে পথ দুর্ঘটনায় (Gujarat Road Accident) একজনের মৃত্যু হল ৷ একটি বেপরোয়া বিলাসবহুল গাড়ি সজরে এসে ধাক্কা মারে দম্পতির বাইকে ৷ দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান মহিলা এবং গুরুতম জখম হন তাঁর স্বামী (Woman dies after luxury car hits bike at Vadodara) । আহত ব্যক্তিকে হাসপাতালে ভরতি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । দুর্ঘটনাটি ঘটেছে ভাদোদরা শহরের নয়ারা পেট্রোল পাম্পের (Nayara Petrol Pump) কাছে । বিলাসবহুল গাড়ির চালককে মদ্যপ অবস্থায় পাকড়াও করেছে পুলিশ ৷

ভাদোদরার ডিসিপি অভয় সোনি (Deputy Commissioner of Police Abhay Soni) জানান, তদন্তে উঠে এসেছে যে গাড়ির চালক স্নেহাল প্যাটেল (Snehal Patel) তাঁর বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন ৷ তিনি মদ্যপান অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন । নেশার ঘোরে তাঁরা বাইকটিকে আসতে দেখেননি । অভিযুক্ত ও তাঁর বন্ধুদের গ্রেফতার করা হয়েছে । গোটা ঘটনার তদন্ত চলছে ৷ নিহত মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

জানা গিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ । ততক্ষণে মৃত্যু হয়েছে মহিলার ৷ দেহে প্রাণ থাকলেও প্রচুর রক্তক্ষরণ হয় স্বামীর ৷ তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় । বেপরোয়া গাড়ি চালানোর মামলা দায়ের করা হয়েছে বলে খবর । পুলিশ গাড়ির চালক ও তাঁর বন্ধুদের মাদক সেবনের পরীক্ষা করেছে (police conducted drunken tests) । তাতেই ধরা পরে যে তাঁরা মদ্য পান করেছিলেন এবং চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ৷ পরে তাঁদের গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয় । আহত স্বামীর অবস্থা এখন স্থিতিশীল বলে পুলিশ জানিয়েছে । মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ কর্তৃপক্ষ ।

আরও পড়ুন:বেপরোয়া গাড়ির ধাক্কা বাইকে, 2 যুবককে 4 কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details