মির্জাপুর, 6 জানুয়ারি: মাঠে কাজ করতে গিয়ে কুকুরের আক্রমণে মৃত্যু এক মহিলার ৷ কিন্তু, পুলিশকে এই ঘটনার খবর না-দিয়েই মৃতের শেষকৃত্য করে ফেললো পরিবার ও গ্রামবাসীরা ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার কাচোয়ানের বারাইনিতে ৷ মৃত মহিলার নাম দুলেসারা দেবী ৷
ভাতৌল নদীর তীরে সবজি ক্ষেতে কাজ করার সময় একটি কুকুর তাঁর উপর আচমকাই হামলা চালায় বলে অভিযোগ ৷ তাঁকে কামড়ে-আঁচড়ে ক্ষতবিক্ষত করে দেয় বলে সেটি ৷ ঘটনাস্থলেই দুলেসারা দেবীর মৃত্যু হয় বলে পরিবারের দাবি ৷ তাঁকে বাঁচাতে গিয়ে দুলেসারা দেবীর স্বামী-সহ মোট তিনজন গুরুতর আহত হয়েছেন ৷
মৃত দুলেসারার ছেলে জানিয়েছেন, তাঁর বাবা বসন্তু বিন্দ ভাতৌল নদীর তীরে সবজি চাষ করেন ৷ গতকাল সকালে তাঁর মা দুলেসারা দেবী সেখানেই কাজ করছিলেন ৷ হঠাৎই কুকুরটি তাঁর মায়ের উপর হামলা করে ৷ কিছু বুঝে ওঠার আগেই কুকুরটি দুলেসারা দেবীকে কামড়ে-আঁচড়ে ক্ষতবিক্ষত করে দেয় ৷ গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা ৷ কিন্তু, কুকুরটি তার পরেও নাকি মহিলাকে কামড়া শরীর থেকে মাংস খুলবে নেয় ৷ ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুলেসারা দেবীর ৷
অন্যদিকে, স্ত্রীর চিৎকার শুনে বসন্তু বিন্দ এবং গ্রামের আরও 2 জন ঘটনাস্থলে পৌঁছায় ৷ তাঁরা দেখেন, কুকুরটি দুলেসারা দেবীকে কামড়ে ক্ষতবিক্ষত করছে ৷ দুলেসারা দেবীকে তাঁরা বাঁচাতে গেলে কুকুরটি তাঁদের উপরেও হামলা চালায় বলে অভিযোগ ৷ ততক্ষণে গ্রামবাসীরা সেখানে পৌঁছে যায় ৷ তারা কুকুরটিকে ঘিরে ফেলে লাঠি দিয়ে মারতে শুরু করে ৷ যার জেরে কুকুরটিও মারা গিয়েছে ৷ এই ঘটনায় বসন্তু বিন্দ-সহ আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভরতি করানো হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ কিন্তু, এই ঘটনায় পুলিশে খবর দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে ৷ বরং, মহিলার ছেলে, স্বামী ও গ্রামবাসীরা মিলে তাঁর শেষকৃত্য করে ফেলেছে বলে অভিযোগ ৷
আরও পড়ুন:
- কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত ভবঘুরে মহিলার পাশে কাঁকসা থানার আইসি
- কুকুর হইতে সাবধান! 4 বছরের খুদেকে খুবলে মারল পথ কুকুরের দল
- পাগলা কুকুরের কামড়ে জখম 20, আতঙ্ক পশ্চিম মেদিনীপুরের গ্রামে