বাগাহা (বিহার), 4 ডিসেম্বর: বাঘের হামলায় মৃত্যু হল এক মহিলার ৷ ঘটনাটি ঘটেছে বিহারের বাগাহাতে ৷ ঘটনার পর থেকে বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা ৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ৷
জানা গিয়েছে যে, মহিলাটি বাগাহার রামনগরের বাখরির বাসিন্দা ৷ তিনি মোষ চরাতে বনের ধারে গিয়েছিলেন । এদিকে গোবর্ধন বনাঞ্চলের পিদারী গ্রামের কাছে হঠাৎ একটি বাঘ এসে হানা দেয় । এসএসবি ক্যাম্পের কাছে সারেহ-তে বাঘটি মহিলাকে আক্রমণ করে ৷ এরপর তাকে জঙ্গলের ভিতরে পালিয়ে যায় । বন বিভাগের দল বিষয়টি তদন্ত করছে ৷
মহিলার নাম বাখরি খত্রী চিলহোরিয়া দেবী । রবিবার বিকেলে, তিনি এসএসবি ক্যাম্প মান্দিহা থেকে 100 মিটার উত্তরে জঙ্গলের কাছে একটি মাঠে গবাদি পশু চরাতে গিয়েছিলেন । প্রত্যক্ষদর্শীদের মতে, ঠিক সেই মুহূর্তে কোথা থেকে বাঘ এসে মহিলাকে টেনে জঙ্গলে নিয়ে যায় । পরে চার-পাঁচ ঘণ্টা ধরে তদন্ত শেষে জঙ্গলের ভেতর থেকে ওই মহিলার দেহ বের করে আনা হয় ।
নিহত মহিলার ভাগ্নে রঞ্জিত ওঁরাও জানায়, তাঁর মামি মোষ চরিয়ে বনের প্রান্ত থেকে গ্রামে ফিরছিলেন ৷ তখন তাঁর উপর ঝাপিয়ে পড়ে বাঘ ৷ তাঁকে বনের মধ্যে টেনে নিয়ে যায় ৷ ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য রাখালরা আশঙ্কা প্রকাশ করলে গ্রামবাসীরা জঙ্গলের ভেতরে তাঁকে খুঁজতে যায় । বিষয়টি জানার পর বাল্মিকি টাইগার রিজার্ভের বন সংরক্ষক ডাঃ নেশামনির নির্দেশে একটি বিশেষ উদ্ধারকারী দল পাঠানো হয় । পাশাপাশি বনকর্মীরা বাঘের গতিবিধির ওপর নজর রাখছিলেন । তবে এই ঘটনায় বন দফতরের বিরুদ্ধে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে । নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন গ্রামবাসীরা ।