রাজকোট, 5 অগস্ট: স্বামীর অন্ধবিশ্বাস ও অত্যাচারের জেরে আত্মহত্যা করলেন এক মহিলা ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে গুজরাতের রাজকোটে ৷ অভিযোগ স্ত্রীর শরীরে আত্মা প্রবেশ করেছে, এই বলে তাঁর উপর অত্যাচার করতেন স্বামী লক্ষ্মণ কলি ৷ আর স্বামীর এই মানসিক ও শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরেই নাকি আত্মহত্যা করেছেন জল্পা নামে ওই মহিলা ৷ ঘটনায় মৃত মহিলার বাবা ভগবানজিভাই বাগথারিয়া পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশ অভিযুক্ত লক্ষ্মণ কলিকে গ্রেফতার করেছে ৷
পুলিশ সূত্রে খবর, লক্ষ্মণের দ্বিতীয় স্ত্রী জল্পা । তাঁর বিবাহ বিচ্ছেদ হয়েছিল ৷ আর লক্ষ্মণের প্রথম স্ত্রী মারা গিয়েছেন ৷ 6 মাস আগে রাজকোটের লক্ষ্মণ কলির সঙ্গে মেয়ের দ্বিতীয়বার বিয়ে দিয়েছিলেন ভগবানজিভাই ৷ কিন্তু, মাস দু’য়েক আগে হঠাৎই লক্ষ্মণের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন জল্পা ৷ তিনি তাঁর বাবাকে ফোন করে বিষয়টি জানান ৷ ভগবানজিভাই পুলিশে জানিয়েছেন, হঠাৎই একদিন মৃত প্রথম স্ত্রীর ছবি জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন লক্ষ্মণ ৷