ভোপাল, 25 মে: কমিউনিটি সেন্টারে জনসমক্ষে সন্তান প্রসব করলেন মা ৷ সেই সময় নাকি হাসপাতালের নার্স ঘুমিয়ে ছিলেন ৷ আর চিকিৎসকরাও তাঁদের ডিউটি শেষে হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছিলেন ৷ এমতাবস্থায় গর্ভবরতীর কাছে জেনারেল ওয়ার্ডে সন্তানের জন্ম দেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না ৷ এমন বেনজির ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের কোলার এলাকার একটি প্রসূতি হাসপাতালে ৷
মহিলার নাম শিখা রাজপুত ৷ তাঁর বয়স 27 ৷ তিনি জানিয়েছেন, হালকা প্রসব বেদনা অনুভব করেন ৷ তারপর হাসপাতালে চেকআপের জন্য যান ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছিল ৷ শিখার অভিযোগ, হাসপাতালের চিকিৎসক তাঁকে দেখতে অস্বীকার করেন ৷ চিকিৎসক সাফ জানিয়ে দেন, হয় অন্য কোনও হাসপাতালে যেতে হবে আর নয়ত নার্সের সাহায্যে সন্তানের জন্ম দিতে হবে ৷
শিখা বলেন, "আমি হাসাপাতালের জেনারেল ওয়ার্ডে ভরতি হই ৷" শিখার স্বামী দেবেন্দ্র রাজপুর জানান, হাসপাতালের এক কর্মী তাঁকে প্রয়োজনীয় ইনজেকশ নিয়ে আসতে বলেন ৷ শিখাকে সেই ইনজেকশন দেওয়া হয় ৷ ইনজেকশন দেওয়ার পর শিখাকে রেখে নার্স তাঁর রুমে চলে যান ৷ এদিকে শিখার প্রসব যন্ত্রণা ওঠে ৷ এই অবস্থায় শিখার শারীরিক পরীক্ষার জন্য দেবেন্দ্র ও শিখার মা বারবার নার্সকে ডাকতে থাকেন ৷ শিখাকে প্রসূতি ওয়ার্ডে স্থানান্তরিত করার কথা জানাতে থাকেন ৷ কিন্ত কাজের কাজ হয় না।