পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 17, 2020, 1:13 PM IST

ETV Bharat / bharat

বিহারে যুবতিকে পুড়িয়ে হত্য়া, ভোটের জন্য় ঘটনা লুকিয়ে রাখার অভিযোগ রাহুলের

আজ রাহুল গান্ধি টুইট করে বিহারের NDA সরকারকে আক্রমণ করে লেখেন, "কার অপরাধ সবচেয়ে ভয়ংকর ? যারা এই অমানবিক কাজটি করেছে ? নাকি যারা ভোট বৃদ্ধির জন্য় এই ঘটনাটিকে লুকিয়ে রেখেছিল, যাতে এই কুশাসনের উপর তার মিথ্য়া সুশাসনের ভিত্তি স্থাপন করতে পারা যায় ।"

woman-burnt-alive-in-bihar-rahul-accuses-nitish-govt-of-hiding-incident-for-electoral-gains
বিহারে তরুণীকে পুড়িয়ে হত্য়া, ভোটের জন্য় ঘটনা লুকিয়ে রাখার অভিযোগ রাহুলের

দিল্লি, 17 নভেম্বর : সম্প্রতি বিহারের বৈশালীতে এক যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে ইভটিজ়ারদের বিরুদ্ধ ৷ এবার সেই ঘটনাকে হাতিয়ার করে বিহারের নবনির্বাচিত NDA সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ টুইটারে তাঁর অভিযোগ, বিহার নির্বাচনের মাঝে হওয়া এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে নীতীশ কুমারের সরকার ৷

আজ রাহুল গান্ধি টুইট করে বিহারের NDA সরকারকে আক্রমণ করে লেখেন, "কার অপরাধ সবচেয়ে ভয়ংকর ? যারা এই অমানবিক কাজটি করেছে ? নাকি যারা ভোট বৃদ্ধির জন্য় এই ঘটনাটিকে লুকিয়ে রেখেছিল, যাতে এই কুশাসনের উপর তার মিথ্য়া সুশাসনের ভিত্তি স্থাপন করতে পারা যায় ।"

রাহুল তাঁর টুইটের স্বপক্ষে একটি সংবাদমাধ্য়মের রিপোর্ট তুলে ধরেন ৷ যেখানে বলা হয়েছে, বিহার নির্বাচনের সময় এক যুবতিকে জীবন্ত পুড়িয়ে দেয় একদল যুবক ৷ টানা 15 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার তাঁর মৃত্যু হয় ৷ তাঁর অভিযোগ, ভোটে লাভ তুলতে এই ঘটনাকে ধামাচাপা দিয়েছে নীতীশ কুমারের সরকার ৷

সংবাদমাধ্য়মের রিপোর্ট অনুযায়ী, এলাকারই এক যুবক তার বন্ধুদের নিয়ে ওই যুবতিকে উত্য়ক্ত করত ৷ তার প্রতিবাদ করায় যুবতির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা ৷ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ সোমবার যুবতির পরিবারের সদস্যরা দেহ নিয়ে পটনার রাস্তায় বিক্ষোভ দেখান ৷ পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details