বদায়ূঁ, 6 জানুয়ারি: উত্তরপ্রদেশের বদায়ু জেলায় মহিলাকে গণধর্ষণের পর খুনের তিনদিন পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ । ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন । এই ঘটনায় নিষ্ক্রিয়তার অভিযোগে উঘেতি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে ।
উত্তরপ্রদেশে গণধর্ষণের পর যৌনাঙ্গে রড ঢুকিয়ে মহিলাকে খুন, 3 দিন পর ধৃত 1 - উত্তরপ্রদেশ
ফের উত্তরপ্রদেশ । এবার বদায়ূঁতে এক মহিলাকে গণধর্ষণের পর খুন । ঘটনায় গ্রেপ্তার এক ।
গত রবিবার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ওই মহিলা । তাঁর পরিবারের অভিযোগ, পুজো দিয়ে ফেরার সময় তাঁকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় । এরপর রক্তাক্ত অবস্থায় তাঁকে বাড়ির কাছে ফেলে দিয়ে যায় অভিযুক্তরা । পুলিশকে জানানো সত্ত্বেও প্রায় 20 ঘণ্টা পর দেহ উদ্ধার করা হয় বলেও তাদের অভিযোগ । এমনকী উঘেতি থানার আধিকারিক তদন্তের জন্য ঘটনাস্থানেও যাননি বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাতে তিন চিকিৎসকের একটি দল ওই মহিলার দেহের ময়নাতদন্ত করে । সেই রিপোর্টে বলা হয়েছে, মহিলাকে ধর্ষণের পর তাঁর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয় অভিযুক্তরা। এমনকী তাঁর পাঁজরের হাড় ভেঙে দেওয়া হয়েছে বলেও ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।