নয়াদিল্লি, 14 ফেব্রুয়ারি:ফ্রিজের ভিতর থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ ৷ মঙ্গলবার নয়াদিল্লির নাজাফগড় এলাকার একটি ধাবা থেকে ওই দেহ উদ্ধার করে পুলিশ ৷ মৃতা দিল্লির উত্তমনগরের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে ৷ পুলিশ জানিয়েছে, 2-3 দিন আগে ওই প্রেমিকাকে খুন করে তাঁর দেহ ওই ধাবার একটি ফ্রিজে রেখে দেওয়া হয় (Delhi murder case) ৷
ওই ধাবা মালিকের নাম সাহিল গেহলত ৷ তাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ দ্বারকার অতিরিক্ত ডিসিপি বিক্রম সিং জানিয়েছেন ধৃত ব্যক্তি নাজাফগড়ের মিত্র গ্রামের বাসিন্দা ৷ মৃত মহিলার সঙ্গে তার সম্পর্ক ছিল ৷ বিক্রম সিং জানিয়েছেন, ওই মহিলার সঙ্গে সম্পর্ক থাকলেও সাহিল গেহলত অন্য মহিলাকে বিয়ের সিদ্ধান্ত নেন ৷ এই ঘটনা জানতে পেরে ওই মহিলা প্রতিবাদ করেন ও তাঁকে বিয়ের জন্য চাপ দেন সাহিলকে ৷ এই থেকেই ঝামেলার সূত্রপাত (Delhi woman killed by lover)৷