পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Witchcraft Suspicion: তুকতাক সন্দেহে মহিলাকে পিটিয়ে মারল গ্রামবাসীরা, আহত 3 - woman beaten to death

কুসংস্কারের বশবর্তী হয়ে একটি পরিবারের উপর আক্রমণ গ্রামবাসীদের ৷ বেধড়ক মারধরে মৃত্যু হল এক মহিলার ৷ আহত ওই পরিবারেরই তিনজন ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By

Published : Jun 26, 2023, 10:02 PM IST

গুমলা, 26 জুন: তুকতাক সন্দেহে এক মহিলার পরিবারকে আক্রমণের অভিযোগ উঠল গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে ৷ এমনকী আক্রমণের জেরে ওই মহিলার মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে ৷ শনিবার রাত 10টার দিকে তাঁরা লাঠিসোঁটা নিয়ে বাড়িতে হানা দিয়ে মৃত পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গুমলার সিসাই থানা এলাকার নগর চাদরি টোলি গ্রামে ৷

অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বশবর্তী হয়ে গ্রামবাসীদের মারধরের ফলে সালো দেবীর (55) মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ গুরুতর আহত হন তাঁর স্বামী আহলাদ লোহরা (60), বোন সবিতা কুমারী (50) ও ভগ্নিপতি লক্ষ্মী কুমারী (42) ৷ পুলিশের বিচক্ষণতায় পরিবারের অন্যদের প্রাণ বাঁচে ৷ সমাজকর্মী দামোদর সিংকে খবর দিয়ে ঘটনাস্থলে পাঠিয়েছিল পুলিশ ৷ দামোদর পৌঁছনোর সঙ্গে সঙ্গে হামলাকারী গ্রামবাসীরা পালিয়ে যায় ৷ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিসাই রেফারেল হাসপাতালে নিয়ে যায় ৷ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে ৷

ঘটনার পর থেকেই পুরো গ্রামের পরিবেশ থমথমে ৷ রাত থেকেই গ্রামে পুলিশ পিকেটিং বসানো রয়েছে ৷ এই ঘটনায় এসডিপিও মণীশ চন্দ্র লাল জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ শীঘ্রই ঘটনার সঙ্গে জড়িত খুনিরা ধরা পড়বে ৷ জানা গিয়েছে, দিনকয়েক ধরে চাদরি টোলির বাসিন্দা নিরঞ্জন ওরফে রঞ্জন ওরাওঁয়ের দেড় বছরের মেয়ে আঁচল কুমারীর স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে ৷ নিরঞ্জনের সন্দেহ ছিল যে, সালো দেবী তার মেয়েকে জাদুবিদ্যার মাধ্যমে অসুস্থ করেছেন ৷ যা নিয়ে শনিবার রাত 9টার দিকে নিরঞ্জনের মা সুকরো দেবী সালোর বাড়িতে গিয়ে তার বিরুদ্ধে জাদুবিদ্যার অভিযোগ তোলে এবং ভয়ঙ্কর পরিণামের হুমকি দেয় ৷

আরও পড়ুন :ঝাড়খণ্ডে ডাইনি অপবাদে পিটিয়ে হত্যা বৃদ্ধ দম্পতিকে

এরপর নিরঞ্জন তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের বাড়িতে ডেকে মদ খাওয়ায় এবং সালো দেবী ও তার পরিবারের সদস্যদের হত্যায় উসকানি দেয় ৷ এরপর রাত 10টার দিকে সবাই লাঠি হাতে সালো দেবীর বাড়িতে পৌঁছে প্রথমে দরজায় ধাক্কা দেয় ৷ দরজা খোলে সালো দেবীর ছেলে বলি লোহরা ৷ তখন মদ দেওয়ার নাম করে বলিকে তীরে নিয়ে যায় কিছুজন ৷ আর বাকিরা লাঠি হাতে সালো দেবীকে খাবার খাওয়ার সময় ঘর থেকে টেনে নিয়ে গিয়ে মারধর করতে শুরু করে ৷ যার জেরে গুরুতর আহত হন সালো দেবী ৷

তাঁকে উদ্ধার করতে এলে হামলা করা হয় আহলাদ লোহরা, সবিতা কুমারী ও লক্ষ্মী কুমারীর উপর ৷ তারাও গুরুতর আহত হয় ৷ সালো দেবীর ছেলে বলি লোহরা ও রামকেশ্বর লোহরা সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচান ৷ এই ঘটনায় নিহতদের আত্মীয়রা চরম আতঙ্কে রয়েছেন ৷ অন্যদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামের বেশিরভাগ বাড়িতেই তালা ঝুলতে দেখা গিয়েছে ৷ সকল গ্রামবাসীই পলাতক ৷ রবিবার সালো দেবীর ময়নাতদন্ত করে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয় ৷ পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে পুলিশ অনেকের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে ৷ হামলাকারীদের খোঁজ শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details