পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Minor Boy Sexually Abused: নাবালকের সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার মহিলা - নাবালক

মেয়েদের পাশাপাশি এখন ছেলেদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এমনই একটি ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরে । অভিযোগ, 10 বছরের এক নাবালকের সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্ক করেছেন এক মহিলা। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ।

widow Sexually Abuse Minor Boy
ছত্তিশগড়ে যৌন নির্যাতন নাবালককে

By

Published : May 20, 2023, 10:43 AM IST

Updated : May 20, 2023, 10:54 AM IST

বিলাসপুর(ছত্তিশগড়), 20 মে: বছর দশেকের নাবালকের সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্ক তৈরির অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুর জেলার রতনপুরে ৷ এমনকী বিষয়টি কাউকে বললে নাবালককে মেরে ফেলার হুমকিও দেন ওই মহিলা । জানা গিয়েছে, এর ফলে ভয়ে নাবালককে কাউকে কিছু জানায়নি ৷ কয়েকদিন পর ঘটনাচক্রে মহিলার দুষ্কর্মের কথা জানতে পারেন নাবালকের পরিবারের সদস্যরা । এরপরই অভিযুক্ত মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় । পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ।

জানা গিয়েছে, নাবালক গরমের ছুটি কাটাতে রতনপুরে আত্মীয়ের বাড়িতে এসেছিল। একদিন স্থানীয় দোকান থেকে ফল কিনতে যাওয়ার সময় ভয়াবহ অভিজ্ঞতা হয় তার। অভিযোগ, নাবালককে চকলেট দেওয়ার অজুহাতে বাড়িতে ডেকে নিয়ে অশালীন আচরণ করে। নাবালক কান্নাকাটি শুরু করলে ওই মহিলা তাকে এই ঘটনার কথা কাউকে কিছু না বলার হুমকি দেন । এতে নাবালক ভয় পেয়ে যায় এবং বিষয়টি কাউকে জানায় না ৷

কিছু দিন পর নাবালকের মা রতনপুরে এসে তাকে বাড়ি নিয়ে যান । বাড়ি যাওয়ার পর নাবালকের আচরণে বদল আসে ৷ সে চুপচাপ হয়ে যায় ৷ এমনকী সামান্য ব্যাপারে ভয় পেতে শুরু করে । তার মা ভয়ের কারণ জানতে চাইলে নাবালক রতনপুরে ঘটে যাওয়া ঘটনার কথা জানায় তাঁকে । এরপরই পরিবারের লোকজন তাৎক্ষণিক নাবালকটিকে রতনপুরে নিয়ে এসে মহিলাকে শনাক্ত করে । ওই মহিলার কাছে যেতেই নাবালক কাঁদতে থাকে । তারপরই রতনপুর থানায় মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নাবালকের পরিবারের সদস্যরা ।

রতনপুর থানার ইনচার্জ কৃষ্ণকান্ত সিং জানান, মহিলার বিরুদ্ধে পক্সো আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে । জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর ওই মহিলাকে গ্রেফতার করা হয় । আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে । মামলার তদন্ত চলছে ৷ তদন্তে নেমে আরও একটি চাঞ্চল্যকর তথ্য় হাতে এসেছে তদন্তকারীদের । তাঁরা জানতে পেরেছেন, ধৃত মহিলার মেয়েকে ধর্ষণের অভিযোগে এর আগে গ্রেফতার হয়েছেন নির্যাতিত নাবালকের মামা । এই ঘটনার সঙ্গে ওই ঘটনার কোনও যোগাযোগ আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:স্বামীকে খুন করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, 2 মাস পর প্রেমিক-সহ ধৃত মহিলা

Last Updated : May 20, 2023, 10:54 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details