পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ক্রাউড ফান্ডিংয়ের বিপুল টাকায় জঙ্গিদের অর্থ-সাহায্য! জম্মু-কাশ্মীরে গ্রেফতার এক মহিলা - jammu and kashmir

Woman arrested in Jammu-Kashmir: ক্রাউড ফান্ডিংয়ের মাধ্য়মে বিশাল অঙ্কের টাকা তুলে তা জঙ্গি কার্যকলাপে খরচ করার অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় অনন্তনাগ থেকে এক মহিলাকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ৷

ETV Bharat
জম্মু ও কাশ্মীরে গ্রেফতার এক মহিলা

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 12:48 PM IST

শ্রীনগর, 25 নভেম্বর:জঙ্গি সংগঠনে আর্থিক সাহায্য করার অভিযোগে গ্রেফতার হলেন এক মহিলা ৷ শুক্রবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলা থেকে তাঁকে গ্রেফতার করেছে রাজ্যের তদন্তকারী সংস্থা ৷ সরকারি সূত্রে খবর, বিশাল অঙ্কের টাকা জোগাড় করে তা জঙ্গি কার্যকলাপের দেওয়া হত বলে অভিযোগ ৷ এই ঘটনায় বারকাটি পরিবার কোটি কোটি টাকা তোলা হয়েছিল ৷ এই ঘটনায় অগস্ট মাসে সর্জন বারকাটিকে গ্রেফতার করা হয় ৷ শুক্রবার তাঁর স্ত্রী শবরোজা বানোকে গ্রেফতার করে পুলিশ ৷

সরকারি সূত্রের দাবি, ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে 1.74 কোটি টাকা জোগাড় করেছিল বারকাটি পরিবার ৷ ওই বিপুল পরিমাণ অর্থ ব্যক্তিগত স্বার্থের কারণে তোলা হয়েছিল ৷ পরে এর একটা বড় অঙ্কের অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ওঠে ৷ তবে কী কাজে ওই টাকা ব্যবহার করা হয়েছে, তা স্পষ্ট জানা না-গেলেও সন্ত্রাসবাদী কাজকর্মের জন্য খরচ করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ওই বিশাল অঙ্কের টাকার মধ্যে একটা বড়ো অংশ দিয়ে বিভিন্ন ফিক্সড ডিপোজিট করা হয়েছে ৷ বারকাটি পরিবারের সদস্যদের নামে তার রিসিপ্টও পাওয়া গিয়েছে ৷ এই ঘটনায় ওই ফিক্সড ডিপোজিটগুলির উৎস এবং তার ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে ৷ জানা গিয়েছে, এই টাকা দিয়ে জালিয়াতি করা হয়েছে ৷ কাশ্মীর উপত্যকায় চরমপন্থী কাজকর্মের প্রচারে খরচ করা হয়েছে ৷

এই জালিয়াতিতে এবছরের অগস্টেই গ্রেফতার হন সর্জন বারকাটি ৷ এবার তাঁর স্ত্রী শবরোজা বানোকেও গ্রেফতার করা হল ৷ তিনি দীর্ঘ দিন গ্রেফতারি এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন ৷ এদিকে এই আর্থিক প্রতারণার ঘটনায় তাঁর ভূমিকা ধরা পড়ে ৷ তিনি এবং তাঁর স্বামী দু'জনে মিলে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে টাকা তোলেন বলে অভিযোগ ৷ পরে সেই টাকা জঙ্গি কার্যকলাপে মদত জোগাতে ব্যবহার করা হয় ৷

এমনকী শবরোজা বানো একজন ষড়যন্ত্রকারীর ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ৷ তিনি পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখতেন ৷ 2016 সালের গ্রীষ্মে বড়সড়ো জমায়েত, বিক্ষোভের ঘটনা ঘটেছিল উপত্যকায় ৷ সেই সময় নিরাপত্তা কর্মীদের সঙ্গে যাঁদের ঝামেলা বাধে, তাঁদের মধ্যে অন্যতম ব্যক্তি ধৃত এই সর্জন বারকাটি ৷ সেই সময় এই সর্জন নিরাপত্তাবাহিনীর ঘাঁটিতে হামলা চালানোর জন্য তরুণদের উস্কানি দিতেন ৷ এই ঘটনায় কাশ্মীরের বিভিন্ন উপত্যকায় তাঁর বিরুদ্ধে 30টিরও বেশি এফআইআর দায়ের করা হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. রাজৌরিতে জঙ্গি সংঘর্ষে 2 সেনা অফিসার-সহ শহিদ 4 জওয়ান
  2. কুপওয়ারায় ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা, নিহত 5 লস্কর জঙ্গি
  3. কুলগাওতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত 2 হিজবুল মুজাহিদিন জঙ্গি

ABOUT THE AUTHOR

...view details