লখিমপুর খেরি(উত্তরপ্রদেশ), 31 ডিসেম্বর: স্ত্রী'র পরকীয়ার জেরে খুন হতে হল ব্যক্তিকে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরির নিঘাসন কোতোয়ালি এলাকায় ৷ 12 ঘণ্টার মধ্যে খুনের রহস্য উদঘাটন করল পুলিশ । গ্রেফতার অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিক (Police arrested two murderers) ৷
জানা গিয়েছে, স্ত্রীর সঙ্গে প্রেম রয়েছে অন্য পুরুষের ৷ যা জেনে ফেলে স্বামী ৷ এরপর তাঁদের প্রেমে বাধা হয়ে দাঁড়ান তিনি ৷ তাঁকে রাস্তা থেকে সরাতে প্রেমিককে নিয়ে স্বামীকে খুন করে মহিলা ৷ তারপর দেহ বাড়ির পাশে পুঁতে দেয় । এই ঘটনায় খুনের অভিযোগে স্ত্রী জুলি ও তার প্রেমিক সন্তোষকুমার পালকে গ্রেফতার করেছে পুলিশ । তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে (Woman kills husband with lover help) ।
ইন্সপেক্টর অরুণকুমার সিং জানান, 30 ডিসেম্বর নিঘাসন থানায় খবর আসে সিংগাহি রোডের নিঘাসন শহরের বাসিন্দা এক ব্যক্তিকে তাঁর নিজের স্ত্রী খুন করেছে এবং দেহ বাড়ির কাছে পুঁতে রেখেছে । ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ তৎপর হয় ৷ বিভিন্ন ধারায় মামলা নথিভুক্ত করে । পুলিশ নায়েব তহসিলদারের উপস্থিতিতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় (Lakhimpur Kheri Murder Case) ।