গোন্ডা (উত্তরপ্রদেশ), 21 ডিসেম্বর: ভাইকে কিডনি দিয়ে বাঁচানোর জন্য মহিলাকে তিন তালাক দিলেন স্বামী ৷ কিডনির বদলে বউয়ের ভাইয়ের কাছ থেকে টাকার দাবি করেছিলেন ওই ব্যক্তি বলে অভিযোগ ৷ তা না মেলায় সৌদি আরবে বসেই ফোনে স্ত্রীকে তালাক দিলেন স্বামী ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোন্ডা জেলার ধনেপুর থানা এলাকায় অবস্থিত জৈতাপুরে ৷ শ্বশুর বাড়ির লোকজন বের করে দেওয়ায় বিচারের দাবি জানিয়েছেন মহিলা ৷ পুলিশের দারস্থ হয়েছেন তিনি ৷
জানা গিয়েছে, মহিলার নাম তরন্নুম ৷ তিনি ওই গ্রামেরই বাসিন্দা ৷ তাঁর স্বামীর নাম রশিদ ৷ 20 বছর ধরে তাঁদের বিবাহিত জীবন ৷ সম্প্রতি তরন্নুমের ভাই খুব অসুস্থ হয়ে পড়েন ৷ তিনি মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসারত ৷ চিকিৎসকরা জানান, শাকিরের স্বাস্থ্যের অবনতি ঘটছে ৷ তাঁকে বাঁচাতে গেলে দ্রুত কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন । সংকটজনক এই পরিস্থিতির মুখোমুখি হয়ে তরন্নুম নিজের ভাইকে কিডনি দানের সিদ্ধান্ত নেন ৷ স্বামী ভাইকে কিডনি দানের অনুমতিও দেন তরন্নুমকে ৷ সেই মতো প্রায় পাঁচ মাস আগে মুম্বইয়ের হাসপাতালে অস্ত্রোপচার করে কিডনি প্রতিস্থাপন হয় ৷
কিন্তু এরপরেই বাধে গোল ৷ অস্ত্রোপচারের পরে গোন্ডায় তাঁর শ্বশুরবাড়িতে ফিরে আসায় তরন্নুম অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়ে হয় । চাকরির জন্য সৌদি আরবে বসবাসরত তাঁর স্বামী ভাইকে কিডনি দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ৷ তিনি কিডনির বিনিময়ে 40 লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ । তরন্নুমের পরিবার সেই দাবি মেনে না নিলে রশিদ 30 অগস্ট একটি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে তিন তালাক দিয়ে দেন ৷ এরপরে বিবাহবিচ্ছেদ সত্ত্বেও তরন্নুম তাঁর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে থাকার চেষ্টা করেছিলেন ৷ তবে শ্বশুরবাড়ির লোক তাঁকে সেখানে থাকতে দেননি ৷ ক্ষুব্ধ হয়ে বিচার চেয়ে ধনেপুর থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ।
এএসপি রাধেশ্যাম রাই তরন্নুমের দায়ের করা অভিযোগ নিয়ে জানান, পুলিশ ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে । ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি ।
আরও পড়ুন:
- ভিডিয়ো কলে স্ত্রীর মুখ দেখেই অগ্নিশর্মা ! ফোনেই তালাক দিলেন স্বামী
- ভালোবেসে বিয়ের দু'মাসের মধ্যেই তালাকের চিঠি, স্বামীর বিরুদ্ধে থানায় মহিলা
- ওজন বাড়ায় উত্তরপ্রদেশের মহিলাকে তালাক ! স্বামীকে খুঁজছে পুলিশ