পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mamata-Rahul : একদিকে মমতা, অন্যদিকে রাহুল ; এভাবে মোদিকে হারানো সম্ভব ? - Anti BJP Alliance

একদিকে বিরোধীদের এক করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অন্যদিকে পালটা একই প্রক্রিয়া শুরু করেছেন রাহুল গান্ধিও ৷ এতে কি বিরোধী ঐক্যে ফাটল ধরছে না ? এভাবে কি সম্ভব নরেন্দ্র মোদিকে হারানো ?

without unity can opposition beat narendra modi in 2024 loksabha election
Mamata-Rahul : একদিকে মমতা-অন্যদিকে রাহুল, এভাবে কি মোদিকে হারানো সম্ভব ?

By

Published : Jul 28, 2021, 8:06 PM IST

কলকাতা, 28 জুলাই : 2024 সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) জয়ের হ্যাটট্রিক করতে দেওয়া যাবে না নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বিজেপিকে (BJP) ৷ এই লক্ষ্যেই লড়াইয়ের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ কিন্তু সেই লক্ষ্যে কি তিনি সফল হতে পারবেন ? বুধবার নয়াদিল্লির রাজনৈতিক কর্মকাণ্ড অন্তত সেই বিষয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল ৷

নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাত করতে গেলে আগে বিরোধী সমস্ত দলকে একজোট হতে হবে ৷ এই বিষয়টি বিলক্ষণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই তিনি গত 21 জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকেই বিরোধীদের একজোট হওয়ার ডাক দিয়েছিলেন ৷ তাঁর দিল্লি সফরের সময় বিরোধীদের একটি বৈঠক ডাকারও প্রস্তাব দিয়েছিলেন ৷

আরও পড়ুন :Mamata-Sonia meet : লিডার নই, ক্যাডার ; সোনিয়ার সঙ্গে 'ইতিবাচক' বৈঠক শেষে মন্তব্য মমতার

কিন্তু তিনি যখন দিল্লিতে রয়েছেন ৷ একে একে বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করছেন, সেই সময় আচমকাই সক্রিয় হয়ে উঠেছেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি বুধবার পেগাসাস (Pegasus Spyware) ইস্যু নিয়ে বিরোধীপক্ষের একাধিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করেন ৷ একজোট হয়ে লড়াইয়ের বিষয়ে ঐকমত্য গড়ে তোলেন ৷ অথচ সেই বৈঠকে তৃণমূল কংগ্রেসেরই (Trinamool Congress) কোনও প্রতিনিধি ছিল না ৷

রাজনৈতিক পর্যবেক্ষকরা এই দুই চিত্রকে সামনে রেখেই প্রশ্ন তুলছেন বিরোধী জোটের এক হওয়ার বিষয়টি নিয়ে ৷ কারণ, বিজেপির বিরুদ্ধে কোনও জোট তৈরি করতে হলে সেখানে কংগ্রেসকে (Congress) রাখতেই হবে ৷ বেশ কয়েকটি রাজ্যে কংগ্রেসই বিজেপির প্রধান বিরোধী ৷ দেশের অন্তত 200টি লোকসভা আসনে কংগ্রেস ও বিজেপির মধ্যে সম্মুখসমর হবে ৷

আরও পড়ুন :Mamata Banerjee : আমি রাজনৈতিক জ্যোতিষী নই, 2024 নিয়ে মমতা

রাজনৈতিক মহল বলছে যে সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় একবারও মোদি বিরোধী মুখ হিসেবে নিজেকে জাহির করছেন না ৷ বরং বিরোধী ঐক্যের কথা বলছেন ৷ আজ কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির (Sonia Gandhi) সঙ্গেও বৈঠক করে বিরোধী ঐক্য নিয়ে আলোচনা করেছেন মমতা ৷

রাজনৈতিক মহলের অন্য একটি অংশের বক্তব্য, একুশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) জয়ের পর থেকে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা বেড়েছে ৷ তাই তাঁকে ঘিরেই বিজেপি বিরোধীরা জোট বাঁধার চেষ্টা করছে ৷ তাই 2024-এর লোকসভা নির্বাচনে মোদির বিরুদ্ধে মমতাই মুখ হবেন বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন :Rahul Gandhi : ভারতের বিরুদ্ধে কেন ব্যবহার পেগাসাস, মোদি-শাহকে প্রশ্ন রাহুলের

আর সেটা জানেন বলেই সোনিয়া-রাহুলরা পালটা চাপ দিয়ে রাখছেন বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের মত ৷ তাঁদের বক্তব্য, সেই কারণেই বিরোধীদের নিয়ে আলাদা বৈঠক করে বার্তা দিতে চাইছেন সোনিয়া-রাহুলরা ৷ কংগ্রেসকে সামনে না রেখে বিজেপির বিরুদ্ধে কোনও জোটই যে কার্যকরী নয়, সেটা বোঝাতে চাইছে ৷

এরই প্রেক্ষিতে রাজনৈতিক মহলের প্রশ্ন, এভাবে কি নরেন্দ্র মোদি ও তাঁর দল বিজেপিকে হারানো সম্ভব ? তারা বলছে, 2024-এ বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে গেলে মোদি বিরোধী একটা মুখ দরকার ৷ কারণ, মোদি এখনও জনপ্রিয়৷ তাঁর সমালোচনা হলেও তাঁর বিপক্ষে কড়া প্রতিদ্বন্দ্বী কেউই নন ৷ তাই বিতর্ক দূরে সরিয়ে রেখে এখনই বিরোধীদের উচিত মুখ বেছে নেওয়া ৷ কিন্তু সেটা কি সম্ভব হবে, উঠছে প্রশ্ন ৷

ABOUT THE AUTHOR

...view details